Site icon The Bangladesh Chronicle

ভারতকে ‘সাইবার শত্রু’ হিসেবে চিহ্নিত ট্রুডো সরকারের

ভারতকে ‘সাইবার শত্রু’ হিসেবে চিহ্নিত ট্রুডো সরকারের

ভারতকে সাইবার নিরাপত্তার ক্ষেত্রে শত্রুরাষ্ট্র হিসেবে উল্লেখ করে ‘সাইবার প্রতিপক্ষ’ হিসেবে চিহ্নিত করেছে কানাডা সরকার। এ থেকে বোঝা যাচ্ছে, জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন সরকার ভারতকে শত্রু দেশ হিসেবে বিবেচনা করতে শুরু করেছে। শনিবার এক প্রেস কনফারেন্সে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানায়। খবর এনডিটিভির।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এটি কানাডার আরেকটি কৌশল, যার মাধ্যমে তারা আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমূর্তি নষ্ট করতে চায়। ট্রুডো প্রশাসনের অধীনে কানাডার সিনিয়র কর্মকর্তারা প্রকাশ্যে স্বীকার করেছেন, কানাডা ভারতের বিরুদ্ধে বৈশ্বিক মতামতকে প্রভাবিত করার চেষ্টা করছে।

কানাডা তাদের ‘সাইবার হুমকি নিরূপণ প্রতিবেদন ২০২৫-২৬’ প্রকাশ করেছে। প্রতিবেদনে কানাডার সরকার দাবি করেছে, ভারত তার জাতীয় নিরাপত্তার প্রয়োজনে সাইবার প্রোগ্রাম ব্যবহার করছে বলে মনে হয়। এই জাতীয় নিরাপত্তার মধ্যে গোয়েন্দাগিরি, সন্ত্রাসবিরোধী পদক্ষেপ এবং ভারতের বৈশ্বিক মর্যাদা বৃদ্ধির জন্য প্রচেষ্টা অন্তর্ভুক্ত। আমরা মনে করি, ভারতীয় সাইবার প্রোগ্রাম হয়তো বাণিজ্যিক সাইবার সরবরাহকারীদের সাহায্যে তার কার্যক্রম উন্নত করছে।

samakal

Exit mobile version