Site icon The Bangladesh Chronicle

ভর্তুকির বকেয়া পরিশোধ : তিন হাজার কোটি টাকার বিশেষ বন্ড ইস্যু

সারের ভতুর্কি বাবদ বকেয়া দায় পরিশোধে দুই ব্যাংকের অনুকূলে তিন হাজার ১৬ কোটি টাকার বিশেষ বন্ড ইস্যু করেছে সরকার। গতকাল বৃহস্পতিবার সোনালী ব্যাংকের জন্য ২ হাজার ৫৫৭ কোটি টাকা এবং আইএফআইসি ব্যাংকের অনুকূলে ৪৫৯ কোটি টাকার বন্ড ইস্যু করেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে গতকাল সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমোঝতা স্মারক স্বাক্ষর হয়।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এ বন্ডের বিপরীতে বাংলাদেশ ব্যাংক থেকে স্বল্পমেয়াদি ধারের (রেপো) সমান সুদ পাওয়ার পাশাপাশি নিজেদের বিধিবদ্ধ তারল্য সংরক্ষণ (এসএলআর) সংরক্ষণ করতে পারবে ব্যাংক দুটি। সার আমদানি বাবদ সোনালী বাংকের কাছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের দায় মেটাতে ব্যাংকটিকে বিশেষ এ বন্ড দেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গত জুন শেষে বিদ্যুৎ ও সারে ভর্তুকি বাবদ সরকারের বকেয়া দাঁড়ায় প্রায় ৪২ হাজার কোটি টাকা। বর্তমানে নগদ অর্থে পরিশোধ করা কঠিন হয়ে পড়ায় ব্যাংক ঋণের সমপরিমাণ বন্ড সংশ্লিষ্ট ব্যাংকের অনুকুলে ইস্যুর সিদ্ধান্ত হয়। তবে উদ্যোক্তা বা প্রতিষ্ঠানের ব্যাংক ঋণ সরকারের কাছে পাওনার চেয়ে বেশি হলে ভর্তুকির সমপরিমাণ বন্ড দেওয়া হবে। এ দুই খাতে বিভিন্ন প্রতিষ্ঠানের ৪০টি ব্যাংকে ২৫ হাজার টাকার দায় রয়েছে। এর কিছু অংশ ইতোমধ্যে খেলাপি ঋণে পরিণত হয়েছে।

SAMAKAL

Exit mobile version