Site icon The Bangladesh Chronicle

বড় টার্গেটে ব্যাট করছে পাকিস্তান

স্বাগতিক পাকিস্তানকে বড় টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া। – ছবি : এএফপি


লাহোরে প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিরুদ্ধে চ্যালেঞ্জিং স্কোর গড়েছে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেডের সেঞ্চুরিতে সাত উইকেটে দলটির সংগ্রহ ৩১৩ রান। বড় টার্গেটে ব্যাট করছে স্বাগতিক পাকিস্তান।

আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই পাকিস্তানের বোলারদের উপর চড়াও হন হেড ও অধিনায়ক ফিঞ্চ। ৩২ বলে হাফ-সেঞ্চুরি করেন হেড। ১৪তম ওভারে শতরানে পৌঁছায় অস্ট্রেলিয়া। ১৫তম ওভারে অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি ভাঙ্গেন পাকিস্তানের অভিষিক্ত ক্রিকেটার জাহিদ মাহমুদ। ৩৬ রান করা ফিঞ্চকে থামান লেগ-স্পিনার জাহিদ।

১১০ রানের প্রথম উইকেট পতনের পর অস্ট্রেলিয়ার রানের চাকা ঘুড়িয়েছেন হেড ও বেন ম্যাকডারমট। এই জুটি ৬২ বলে ৬১ রান যোগ করেন। ৭০ বলে সেঞ্চুরি করেন নেন হেড। ওয়ানডে ক্যারিয়ারে হেডের এটি দ্বিতীয় শতক।

সেঞ্চুরি পূর্ণ হওয়ার পরপরই ইফতেখারের বলে আউট হন হেড। ৭২ বলে ১২টি চার ও ৩টি ছক্কায় ১০১ রান করেন তিনি। হেডের দেখানো পথে হেঁটে অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন দলের পরের দিকের ব্যাটাররা। ম্যাকডারমট ৭০ বলে ৫০, মার্নাস লাবুশেন ২৫ ও মার্কাস স্টয়নিস ২৬ রান করেন। শেষ দিকে ক্যামেরুন গ্রিনের ৩০ বলে অপরাজিত ৪০ রান অস্ট্রেলিয়াকে বড় স্কোর পেতে সহায়তা করে। ইনিংসে ৩টি চার ও ১টি ছক্কা মারেন গ্রিন। ৫০ ওভারে ৭ উইকেটে ৩১৩ রান পায় অসিরা।

বল হাতে পাকিস্তানের হারিস রউফ-জাহিদ ২টি করে এবং ইফতেখার-খুশদিল শাহ ১টি করে উইকেট নেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ ওভারে এক উইকেটে পাকিস্তানের সংগ্রহ ২৭ রান।

Exit mobile version