Site icon The Bangladesh Chronicle

ব্র্যাথওয়েট-ব্ল্যাকউডের জোড়া সেঞ্চুরিতে লড়ছে ওয়েস্ট ইন্ডিজ

সেঞ্চুরি পূর্ণ হওয়ার পর ব্যাট তুলে ধরেন ক্রেইগ ব্র্যাথওয়েট। – ছবি : সংগৃহীত


অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ও জার্মেই ব্ল্যাকউডের জোড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে ব্রিজটাউন টেস্টে লড়ছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৯ উইকেটে ৫০৭ রানের জবাবে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ২৮৮ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ৬ উইকেট হাতে নিয়ে ২১৯ রানে পিছিয়ে ক্যারিবীয়রা।

দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ৭১ রান করেছিলো ওয়েস্ট ইন্ডিজ। ব্র্যাথওয়েট ২৮ ও শামারাহ ব্রুকস ৩১ রানে অপরাজিত ছিলেন।

তৃতীয় দিনের শুরুতে ব্রুকস-এনক্রুমার বোনারকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। ব্রুকস ৩৯ ও বোনার ৯ রানে বিদায় নেন। দলীয় ১০১ রানে তৃতীয় উইকেট পতনের পর ইংল্যান্ডের হাল ধরেন ব্র্যাথওয়েট ও ব্ল্যাকউড।

ব্র্যাথওয়েট ও ব্ল্যাকউডের জোড়া হাফ-সেঞ্চুরিতে ৩ উইকেটে ১৯৬ রান তুলে চা-বিরতিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। দিনের শেষ সেশনে সেঞ্চুরি তুললে নেন ব্র্যাথওয়েট ও ব্লাকউড।

৯৬তম ওভারে টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরির স্বাদ নেন ব্র্যাথওয়েট। আর ১১০তম ওভারে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির দেখা পান ব্ল্যাকউড।

সেঞ্চুরির পর ইংল্যান্ডের ডেন লরেন্সের বলে আউট হওয়ার আগে ১১টি চারে ২১৫ বলে ১০২ রান করেন ব্ল্যাকউড। ব্ল্যাকউডের আউটের পর দিনের বাকি ২৯ বল আলজারি জোসেফকে নিয়ে কাটিয়ে দেন ব্র্যাথওয়েট। ১২টি চারে ৩৩৭ বলে ১০৯ রানে অপরাজিত আছেন ব্র্যাথওয়েট। ৪ রানে অপরাজিত জোসেফ।

ইংল্যান্ডের অভিষিক্ত পেসার ম্যাথু ফিশার-জ্যাক লিচ-বেন স্টোকস-লরেন্স ১টি উইকেট নেন।

সূত্র : বাসস

Exit mobile version