- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ জুলাই ২০২১
টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছিল ইংল্যান্ড। তৃতীয় ওয়ানডে ম্যাচটি ছিল ইংল্যান্ডের জন্য শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার মিশন। তাতে সফল হলো না ইংল্যান্ড। শ্রীলঙ্কা জিতেছে বিষয়টি এমনো নয়। ব্রিস্টলে তৃতীয় ওয়ানডে ম্যাচে আসলে জয়ী হয়েছে বেরসিক বৃষ্টি।
টস হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৬৬ রানে অল আউট হয় শ্রীলঙ্কা, ৪১.১ ওভার। জবাবে ব্যাট করতে নামার সুযোগই পায়নি ইংল্যান্ড। বিরামহীন মুষলধারে বৃষ্টির কারণে মাঠে বল গড়ায়নি। ম্যাচ পরিত্যক্ত ঘোষণা দেন দুই আম্পায়ার। তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে জয়ী ইংল্যান্ড। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ইংল্যান্ড জিতেছিল ৩-০ ব্যবধানে।
রোববার ব্রিস্টলে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে শ্রীলঙ্কা। টম কুরান, ওকস, উইলিদের বোলিং দাপটে কোনঠাসা ছিল লঙ্কান ব্যাটসম্যানরা। টপ অর্ডারের ছয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ২০ রান হাসারাঙ্গার। ফার্নান্দো ১৮, অভিষেক ১৪ রান করেন। অধিনায়ক কুশল পেরেরাসহ নিশাঙ্কা ও ধনাঞ্জয়া ছুতে পারেননি দুই অঙ্কের রান।
সর্বোচ্চ ৪৮ রান করে অপরাজিত থাকেন দাশুন শানাকা। করুনারত্নে ১১ ও দুশমন্ত চামিরা করেন ১৬ রান।
বল হাতে ১০ ওভারে ৩৫ রানে চার উইকেটে নেন ইংল্যান্ডের টম কুরান। ক্রিস ওকস ও ডেভিড উইলি দুটি, আদিল রশিদ একটি করে উইকেট লাভ করেন।
বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় হোয়াইটওয়াশের হাত থেকে রক্ষা পেয়েছে শ্রীলঙ্কা। পাশাপাশি পেল গুরুত্বপূর্ণ ৫ পয়েন্ট।