- অনলাইন প্রতিবেদক
- ১১ সেপ্টেম্বর ২০২৩, ২১:৩৪
বাংলাদেশ সফররত ব্রিটিশ আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টনের সাথে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধিদল।
সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বারিধারায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের বাসায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানকে জিজ্ঞেস করলে তিনি নয়া দিগন্তকে জানান, ব্রিটিশ হাইকমিশনারের সাথে বৈঠক হয়েছে।
তিনি জানান, বিএনপির প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। সারাহ কুকের সাথে বৈঠকে ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর টিমোথি ডকেটও উপস্থিত ছিলেন।