Site icon The Bangladesh Chronicle

ব্রাজিলের সাথে খেলতে নারাজ আর্জেন্টিনা

ব্রাজিলের সাথে খেলতে নারাজ আর্জেন্টিনা – ফাইল ছবি


বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। পাঁচ মিনিট যেতেই গণ্ডগল। আর সেটা কোভিড বিধিনিষেধ ভঙ্গ করায়। গত বছর ব্রাজিলের মাটিতে তাই না খেলেই দেশে ফিরেছিল আর্জেন্টিনা ফুটবল দল। সেই ম্যাচটি হয়নি এখনো।

শুরুতে ফিফা ভেবেছিল, খেলা যেহেতু ব্রাজিলেই পণ্ড হয়েছে, তাই ব্রাজিলেই হবে এবারের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ। এরই মধ্যে আর্জেন্টিনা জানিয়ে দিল, তারা ব্রাজিলের সাথে ম্যাচটি খেলতে চায় না।

কিন্তু ফিফাও অনড়। আবার আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) নির্দেশ দিয়েছে সংস্থাটি, আগামী সেপ্টেম্বরে ম্যাচটি খেলতেই হবে। যদিও এর আগে ম্যাচটি ব্রাজিলেই হবে জানালেও নতুন করে এএফএর মহাসচিব ভিক্তর ব্লাঙ্কোকে পাঠানো চিঠিতে ফিফা জানিয়েছে, আগামী ২২ সেপ্টেম্বর ম্যাচটা হবে, তবে কোথায় হবে সেটি এখনো চূড়ান্ত হয়নি।

আগামী ১১ জুন প্রীতি ম্যাচে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। ম্যাচের টিকিটও বিক্রি শুরু হয়ে গেছে। কিন্তু ঝামেলা হলো, পরপর ব্রাজিলের সাথে দুটি ম্যাচ খেলতে নারাজ আর্জেন্টিনা।

Exit mobile version