Site icon The Bangladesh Chronicle

ব্যাংকের প্রকৃত পরিস্থিতি জানাতে টাস্কফাের্স

ব্যাংকের প্রকৃত পরিস্থিতি জানাতে টাস্কফাের্স

ব্যাংকিং খাতের প্রকৃত অবস্থা তুলে ধরাসহ এ খাতের সংস্কারে টাস্কফোর্স গঠন করল বাংলাদেশ ব্যাংক। ব্যাংকিং খাতের শ্বেতপত্র প্রকাশের পদক্ষেপ নেবে এ টাস্কফোর্স। একই সঙ্গে আর্থিক স্থিতিশীলতা রক্ষায় ব্যাংকিং খাতের প্রধান ঝুঁকি, ঋণের প্রকৃত অবস্থা, তারল্য পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় তুলে ধরবে।

ছয় সদস্যের টাস্কফোর্সের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। সার্বিক কাজ সমন্বয় করবেন গভর্নর ড. আহসান এইচ মনসুর নিজেই। গতকাল বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে টাস্কফোর্স গঠনের এ তথ্য জানানো হয়।

টাস্কফোর্সের অন্য সদস্যরা হলেন– বিশ্বব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মুহাম্মদ এ. (রুমি) আলী, ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মেহরিয়ার এম হাসান, জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সের ভাইস চ্যান্সেলর ড. এম জুবায়দুর রহমান এবং হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং-এর পার্টনার সাব্বির আহমেদ এফসিএ।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকিং খাত সংস্কারে গঠিত টাস্কফোর্স প্রধানত আর্থিক স্থিতিশীলতা রক্ষায় ব্যাংকিং খাতের বর্তমান আর্থিক পরিস্থিতি তুলে ধরবে। এ ছাড়া মন্দ সম্পদ, প্রধান প্রধান ঝুঁকি নিরূপণ, দুর্বল ব্যাংকগুলোর আর্থিক সূচক পর্যালোচনা, ঋণের প্রকৃত অবস্থা নিরূপণ, প্রভিশন ঘাটতি এবং তারল্য পরিস্থিতি পর্যালোচনা করবে। নিট মূলধন নির্ণয়, সম্পদের প্রকৃত দাম নির্ধারণ ও মন্দ সম্পদ আলাদা করা সংক্রান্ত কার্যক্রমও পরিচালনা করবে।

এ টাস্কফোর্সের মাধ্যমে সংকটকালীন প্রতিঘাত সক্ষমতা অর্জনে ব্যাংকের সুশাসন এবং ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালীকরণ প্রক্রিয়ার আওতায় রেগুলেটরি ফ্রেমওয়ার্ক উন্নয়ন, ব্যাংকের সিদ্ধান্ত গ্রহণে রাজনৈতিক ও করপোরেট প্রভাব সীমিত করা এবং ব্যাংকের মালিকানা সংস্কারে প্রস্তাব দেবে। সমস্যাগ্রস্ত ব্যাংকের পুনরুদ্ধারে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করবে। আর্থিক খাতসংশ্লিষ্ট আইন যেমন ব্যাংক কোম্পানি আইন, বাংলাদেশ ব্যাংক অর্ডার সংস্কারে কাজ করবে। এ ছাড়া সম্পদ ব্যবস্থাপনা গঠন, ব্যাংক অধিগ্রহণ, একীভূতকরণ আইন প্রণয়ন ও সংস্কারে কাজ করবে। এসব আইন যুগোপযোগী করার প্রস্তাব দেবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব নেওয়ার পর ড. আহসান এইচ মনসুর জানিয়েছিলেন, ব্যাংকিং খাতের জন্য তিনটি টাস্কফোর্স গঠন করা হবে। বাকি দুটি টাস্কফোর্সও শিগগিরই গঠন হবে বলে জানা গেছে। অপর দুই টাস্কফোর্সের একটি কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালীকরণে করণীয় বিষয়ে পরামর্শ দেবে। আরেকটি টাস্কফোর্স খেলাপি ঋণ আদায়, পাচার করা অর্থ ফেরত আনাসহ বিভিন্ন বিষয়ে সুপারিশ তুলে ধরবে।

samakal

Exit mobile version