Site icon The Bangladesh Chronicle

ব্যবসা লাটে ওঠার শঙ্কায় বাংলাদেশিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুললেন ত্রিপুরার হোটেল মালিকরা

বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য হোটেল বুকিং এবং রেস্টেুরেন্টে খাবার সরবরাহ করা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল ত্রিপুরার হোটেল ও রেস্টুরেন্ট মালিকরা। তবে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থেকে সেই সিদ্ধান্ত থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) তারা এই ঘোষণা দেন। খবর দ্য হিন্দুর।

ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় এক বিবৃতিতে অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন (এটিএইচআরওএ) নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দেয়।

ত্রিপুরা ও কলকাতার বেশিরভাগ হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসার প্রধান গ্রাহক বাংলাদেশি পর্যটকরা। পরিস্থিতি বুঝতে পেরে এটিএইচআরওএ বলেছে, মেডিকেল ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের ত্রিপুরার হোটেল ও রেস্টুরেন্টে আতিথেয়তা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

গত সোমবার (২ ডিসেম্বর) বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত নিপীড়ন ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারসহ ভারতীয় পতাকার অবমাননার অভিযোগে ত্রিপুরায় বিক্ষোভ করেন ভারতের কট্টর হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের কর্মী-সমর্থকরা।

এমনকি, ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলা-ভাঙচুর ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার ঘটনা ঘটে। সেদিনই বাংলাদেশি নাগরিকদের ত্রিপুরার কোনো হোটেল ও রেস্টুরেন্টে জায়গা দেওয়া হবে না বলে ঘোষণা দেয় এটিএইচআরওএ। এখন নিজেদের লাভ-ক্ষতির হিসাব করে সেই ঘোষণা থেকে সরে আসলেন তারা।

bangla outlook

Exit mobile version