Site icon The Bangladesh Chronicle

ব্যবধান বাড়াচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

ব্যবধান বাড়াচ্ছে ওয়েস্ট ইন্ডিজ – ছবি : সংগৃহীত


অ্যান্টিগা টেস্টে লিড বাড়াচ্ছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্টের দ্বিতীয় দিন আজ শুক্রবার এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৪১ রান। তারা বাংলাদেশের চেয়ে ৩৮ রানে এগিয়ে গেছে।
ক্রেইগ ব্র্যাথওয়েট ৬২ রানে ক্রিজে আছেন। আগের দিনে অপরাজিত থাকা বোনারকে আজ বিদায় করেছেন অধিনায়ক সাকিব আল হাসান।

ওয়েস্ট ইন্ডিজ আজ মাত্র ৮ রান পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করেছিল। খুব সহজেই তারা পেছনে থাকার অবস্থান থেকে সরে আসতে সক্ষম হয়। এখনবড় ইনিংসের পথে হাঁটছে ক্রেইগ ব্র্যাথওয়েটের দল। তাতে চাপ বাড়ছে বাংলাদেশের।

উল্লেখ্য, বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের প্রথম দিনই ১০৩ রানে অলআউট হয়ে গেছে সফরকারী বাংলাদেশ। দলের ছয় ব্যাটার শূন্য হাতে প্যাভিলিয়নে ফিরেন। একা লড়াই করে দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম ইনিংসে মাত্র ৩২ দশমিক ৫ ওভার টিকতে পেরেছে টাইগাররা।
বাংলাদেশের ইনিংসের পর ব্যাট হাতে নেমে দিন শেষে ৪৮ ওভারে ২ উইকেটে ৯৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ৮ উইকেট হাতে নিয়ে ৮ রানে পিছিয়ে থাকে ক্যারিবীয়রা। আজ তারা তা সহজেই অতিক্রম করে যায়।

Exit mobile version