Site icon The Bangladesh Chronicle

বেনাপোল দিয়ে এক দিনে ফিরলেন ৭৫ বাংলাদেশি

যশোর অফিস    ০৩ এপ্রিল ২০২০
প্রথম আলো

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে আজ শুক্রবার ৭৫ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। তাঁদের মধ্যে ৪৫ জন বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে এসেছেন। দেশে ফেরা প্রায় সবাই অসুস্থ হয়ে ভারতের বিভিন্ন প্রদেশে চিকিৎসাধীন ছিলেন। ফেরত আসা নাগরিকদের হাতে ‘হোম কোয়ারেন্টিন’ সিল দেওয়া হচ্ছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের প্রার্দুভাব রোধে ভারত সরকার আগেই স্থলবন্দর দিয়ে যাত্রী প্রবেশ বন্ধ ঘোষণা করে। এরপর ভারতজুড়ে লকডাউন শুরু হয়। পরে বাংলাদেশ সরকারও বিদেশি যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। দুই দেশেই যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তারপরও বেনাপোল ইমিগ্রেশন দিয়ে প্রতিদিনই ৩০ থেকে ৫০ বাংলাদেশি নাগরিক আসছেন। যাঁরা দেশে ফিরছেন, তাঁদের সবার হাতে ‘হোম কোয়ারেন্টিন’ সিল দিয়ে বাড়িতে থাকতে বলা হচ্ছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বলেন, ‘প্রতিদিনই সকাল সাড়ে ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বেনাপোল ইমিগ্রেশন খোলা রয়েছে। আজ ৭৫ জন ফিরেছেন। তাঁদের মধ্যে ৪৫ জন বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ফেরেন। ভারতে লকডাউন থাকায় যানবহন চলাচল বন্ধ রয়েছে। দেশে ফিরতে রাস্তায় যাতে কোনো সমস্যা না হয়, এ জন্য তাঁরা বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করেন। হাইকমিশন থেকে আমাকে মুঠোফোনে তাঁদের আসার খবর নিশ্চিত করা হয়।’

ওসি জানান, এখন যাঁরা দেশে ফিরছেন, তাঁদের সবাই অসুস্থ। ভারতে চিকিৎসার জন্য গিয়ে আটকা পড়েছিলেন।

Exit mobile version