Site icon The Bangladesh Chronicle

বৃষ্টি বাধায় থমকে আছে বাংলাদেশের ম্যাচ

বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচে বৃষ্টির বাধা। – ছবি : সংগৃহীত

বৃষ্টিতে থমকে আছে আইরিশদের ব্যাটিং। এর আগে ১৬.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৫ রান তুলেছে আয়ারল্যান্ড। জয়ের জন্য শেষ ২০১ বলে তাদের চাই ১৮২ রান। হাতে আছে ৭ উইকেট।

ইংল্যান্ডের চেমসফোর্ডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বৃষ্টির আশঙ্কা ছিল শুরু থেকেই। আকাশে জমাট বাঁধা মেঘ নিয়েই শুরু হয়েছিল খেলা। তবে নির্বিঘ্নেই শেষ হয়েছে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের ইনিংস। ৯ উইকেটে ২৪৬ রান করে টাইগাররা।

বাংলাদেশের হয়ে উল্লেখযোগ্য রান করেছেন মুশফিকুর রহিম (৭০ বলে ৬১ রান)। এছাড়া নাজমুল হোসেন শান্ত করেছেন ৬৬ বলে ৪৪ রান।

আর বল হাতে এখন পর্যন্ত সফল হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

 


Exit mobile version