Site icon The Bangladesh Chronicle

বৃষ্টি থেকে রেহাই পেল না আইপিএল ফাইনাল, খেলা সোমবার

আবারো বৃষ্টি বাধা, থমকে আছে আইপিএল ফাইনাল। – ছবি : সংগৃহীত

বৃষ্টির হাত থেকে রেহাই মিলছে না আইপিএল ফাইনালের। গত রাতের পর আজো আহমেদাবাদে জলধারার হানা। ফলে থমক আছে খেলা। অপেক্ষার প্রহর গুনে কাটছে বেলা।

রবিবার তো বৃষ্টিতে মাঠেই গড়ায়নি আইপিএল ফাইনাল, হয়নি টসও। তবে সোমবার (২৯ মে) বৃষ্টির আভাস মাথায় নিয়েও প্রথমার্ধ শেষ করা গেছে অনায়াসেই। যেখানে রান পাহাড় গড়েছে গুজরাট টাইটান্স।

রিজার্ভডেতে টসে হেরে ব্যাট করতে নেমে অন্য আট-দশটা সাধারণ ম্যাচের মতোই খেলতে থাকে গুজরাট। ভয় পাবার কিছু নেই, পুরো আসরে যে ছন্দ নিয়ে খেলেছে তারা, আজো যেন ধরে রেখেছে একই ধারা। ভয়-ঢর আর চাপহীন গুজরাটের ইনিংস শেষ হয় ৪ উইকেটে ২১৪ রান তুলে।

গুজরাটের হয়ে সর্বোচ্চ ৪৭ বলে ৯৬ রান করেন সাই সুদর্শন। তাছাড়া ৩৯ বলে ৫৮ রানের ইনিংস খেলেন ঋধিমান সাহা। শুভমান গিলের ব্যাটে আসে ২০ বলে ৩৯ রান। ১২ বলে ২১ রানে অপরাজিত আছেন হার্দিক পান্ডিয়া।

জবাবে অবশ্য ইনিংস শুরু করতে নেমেছিল চেন্নাই। তবে ৩টির বেশি বল খেলা হয়নি তাদের। যেখান থেকে তাদের সংগ্রহ বিনা উইকেটে ৪ রান।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বৃষ্টি থেমেছে। ম্যাচ আম্পায়ারগণ মাঠে প্রবেশ করেছেন। মাঠ পরিষ্কার শেষে বৃষ্টি আইনে কী সিদ্ধান্ত নেবেন তাই জানার অপেক্ষায় সমর্থকরা।

Exit mobile version