Site icon The Bangladesh Chronicle

বৃষ্টিতে তৃতীয় দিনের খেলা শুরুতে দেরি 

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের ছবি।- এএফপি
ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা বৃষ্টিতে ভেসে গেছে। কোন বল মাঠে গড়ায়নি এদিন। ক্ষতি পুষিয়ে নিতে শুক্রবার অর্থাৎ টেস্টের তৃতীয় দিন কিছুটা আগে খেলা শুরুর কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলাও নির্ধারিত সময়ে শুরু করা যায়নি।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম থেকে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী, ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ শুরু করতে বিলম্ব হচ্ছে। মাঠ পরিচর্যার কাজ করছেন মাঠ কর্মীরা। মাঠের কিছু অংশের কাভারও তুলে ফেরা হয়েছে। তবে আকাশে মেঘ থাকায় তৃতীয় দিনও একটানা খেলা হওয়ার সম্ভাবনা কম।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের আশা নিয়ে ঢাকা টেস্ট শুরু করা বাংলাদেশ প্রথম ইনিংসে ১৭২ রানে অলআউট হয়েছে। জবাব দিতে নামা কিউইরা প্রথম দিন ১২.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৫ রান তোলে।

টস জিতে ব্যাটে নামা বাংলাদেশ দলের হয়ে ৩৫ রান করে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট হন মুশফিকুর রহিম। শাহাদাত হোসেন দিপুর ব্যাট থেকে আসে ৩১ রানের ইনিংস। এছাড়া মিরাজ করেন ২০ রান।

সমকাল
Exit mobile version