বুয়েট শিক্ষার্থী ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ইমতিয়াজ হোসেন রাব্বীর আবাসিক হলের আসন বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই সিট বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না– জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন আদালত। এর ফলে তাঁর হলের আসন ফেরত পাচ্ছেন তিনি।
এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন। বুয়েটের ভিসিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
শিক্ষার্থীদের দাবি, আবরার ফাহাদ হত্যার পর বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকার পরও গত ৩ এপ্রিল মধ্যরাতের পর রাব্বীর নেতৃত্বে বহিরাগত কিছু নেতাকর্মী বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করে রাজনৈতিক কার্যক্রম চালায়। বুয়েট প্রশাসনের এ সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেন তিনি। এদিকে ১ এপ্রিল বুয়েটে ছাত্র রাজনীতি চলতে বাধা নেই বলে আদেশ দেন হাইকোর্ট।
সমকাল