Site icon The Bangladesh Chronicle

বিসিবির সভাপতি পদ নিয়ে যা বললেন পাপন

বিসিবির সভাপতি পদ নিয়ে যা বললেন পাপন – ছবি : সংগৃহীত

‘আমি যদি এখানে থাকি, আমার একটা জিনিস মনে হচ্ছে যে আমি মারা যাওয়ার আগ পর্যন্ত, আর কেউ এই পদ নিতে চাইবে না। আমি চাই, আমার বোর্ডে যে-ই আসুক, তাদের চ্যালেঞ্জ করা উচিত যে, আমি প্রেসিডেন্ট হতে চাই। তারা বলুক এখন তো কেউ বলেও না।’

বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের শেষ সভা শেষে মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নাজমুল হাসান পাপন এ মন্ত্রব্য করেন।

তিনি আরো বলেন, ‘এটা ভালো লক্ষণ নয়, এটা আপনাদের বলতে পারি। কারও জন্য কিছু আটকে থাকে না। আমাদের একটা পাইপলাইন থাকা উচিত, যারা নতুন দায়িত্ব নেবে। এটার জন্য আমি চাচ্ছি, নেতৃত্ব গড়ে ওঠা উচিত।’

বিসিবি পরিচালক হতে অনেকেই মুখিয়ে থাকেন বলে জানালেন নাজমুল হাসান। কিন্তু বোর্ড প্রধান হতে আগ্রহী কাউকে তিনি দেখেন না। তার মতে, ‘বাংলাদেশে নেতৃত্বের অভাব নেই। কিন্তু কোনো কারণে কেউ আসতে চায় না। পরিচালক হতে সবাই চায়। এমন কেউ নেই যে, পরিচালক হতে চায় না। কিন্তু প্রেসিডেন্ট পদের কথা বললে কেউ নাম বলে না। কেন বলে না, আমি জানি না।’

‘এবার উন্মুক্ত রাখতে চাই। আমি চেষ্টা করব, জানি না সফল হব কিনা। আমি পূর্ণ সমর্থন দেব, যে-ই আসুক। আমাদের কমিটিতে এতদিন যারা ছিল, আমরা যদিও হেরেও যাই, নতুন যে আসুক, পূর্ণ সমর্থন দেব। যখন যা বলবে, আমি করতে রাজি আছি।’

Exit mobile version