Site icon The Bangladesh Chronicle

বিসিবিতে পরিবর্তন চান কোচ ফাহিম

বিসিবিতে পরিবর্তন চান কোচ ফাহিম

নাজমুল আবেদীন বিসিবির হাইপারফরম্যান্স বিভাগ, ক্রিকেট একাডেমি, বয়সভিত্তিক দল এবং সর্বশেষ বিসিবির নারী বিভাগে কাজ করেছেন। সর্বশেষ বিসিবি নির্বাচনেও অংশ নিয়েছিলেন তিনি। বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-৩–এ খালেদ মাহমুদ সুজনের বিপক্ষে লড়েছেন নাজমুল আবেদীন।

বাংলাদেশ ক্রিকেটে উন্নতি না হওয়াতে নেতৃত্বের দায় মনে করেন ফাহিম। তিনি বলেন, ‘অবশ্যই দায়টা সবচেয়ে বেশি লিডারশিপে (নেতৃত্বে)। লিডারশিপের মধ্যে পরিবর্তন আনা খুব দরকার। এ জায়গাটা ঠিক থাকলে বাকি জিনিস এমনিতেই ঠিক হয়ে যায়।’

ফাহিম আরও বলেন, ‘এখন পুনর্গঠন করতে হলে আইসিসির আইন সংক্রান্ত অনেক বিষয় আছে, অনেক সমস্যা আছে। কিন্তু আমরা তো অবশ্যই চাইবো এমন একটা বোর্ড হবে যেখানে ভালো একজন লিডার থাকবে।’

ক্রিকেট বোর্ডে সুশৃঙ্খলতা আসেনি জানিয়ে এ ক্রিকেট কোচ বলেন, ‘আমার যেহেতু কাছ থেকে দেখার সুযোগ হয়েছে সেদিক থেকে বলব বিসিবি কিন্তু যথেষ্ট শৃঙ্খল প্রতিষ্ঠান না। সবাই বাইরের দিকের চাকচিক্য দেখে মনে করে ভিন্ন কিছু। কিন্তু বিসিবির যে সুযোগ ছিল সুশৃঙ্খল হওয়ার তা হয়নি।’

samakal

Exit mobile version