সৌপ্তিক বন্দ্যোপাধ্যায় : যদি বলা হয় আমার বোনের রক্তে রাঙানো ১৯ মে । না, কোনও ভুল হবে না। বিস্মৃত বিশ্বের একমাত্র ‘মহিলা ভাষা-শহিদ’ কমলা ভট্টাচার্য। ক’জন জানেন কমলা ভট্টাচার্যের নাম? ১৯ মে, ১৯৬১, এই দিনেই অসমের শিলচরের এগারো জন বাঙালি, মায়ের ভাষা রক্ষার জন্য এবং মায়ের ভাষায় কথা বলার জন্মগত অধিকার প্রতিষ্ঠার জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন। অন্যতম কমলা।