Site icon The Bangladesh Chronicle

বিশ্বকাপ ফুটবল ২০২৬: টিকিট বিক্রি শুরু ১০ সেপ্টেম্বর, ফাইনালের টিকিটের দাম কত?

ফুটবলপ্রেমীদের অপেক্ষার পালা শেষ হতে চলেছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) ঘোষণা করেছে, আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর টিকিট বিক্রি শুরু হতে যাচ্ছে আগামী ১০ সেপ্টেম্বর থেকে। ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা—এই তিন দেশে যৌথভাবে আয়োজিত হবে এই বিশ্বকাপ। শুধু তাই নয়, ৪৮টি দল নিয়ে এটিই হতে যাচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে বড় ফুটবল আসর।

ফিফা বিশ্বকাপ ২০২৬ এর লোগো

ফিফা জানিয়েছে, ১০ সেপ্টেম্বর থেকে কয়েক ধাপে ছাড়া হবে বিশ্বকাপের টিকিট। দর্শকরা ফিফার আনুষ্ঠানিক টিকিট বিক্রয় মঞ্চ (fifa.com/tickets) থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। সংস্থাটি আরও ঘোষণা করেছে যে, টিকিটের কালোবাজারি রোধ এবং দাম নিয়ন্ত্রণে একটি পুনঃবিক্রয় মঞ্চ (রিসেল প্ল্যাটফর্ম) চালু করা হবে, যার মাধ্যমে সমর্থকরা বৈধভাবে টিকিট কেনাবেচা করতে পারবেন।

টিকিটের দাম কেমন হবে?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর টিকিটের মূল্য খেলার পর্যায় এবং আয়োজনস্থলের ওপর নির্ভর করে ভিন্ন হবে। তবে ‘বিইন স্পোর্টস’-এর তথ্য অনুযায়ী, বিভিন্ন পর্যায়ের খেলার জন্য টিকিটের আনুমানিক মূল্য তালিকা প্রকাশ করা হয়েছে।

ডলারে টিকিটের আনুমানিক মূল্য:

  • উদ্বোধনী ম্যাচ: ৩৫৩ – ৭০৬ ডলার
  • গ্রুপ পর্ব: ৮২ – ২৫৯ ডলার
  • শেষ ষোলো: ১১৮ – ৩১৮ ডলার
  • কোয়ার্টার-ফাইনাল: ২৩৫ – ৪৯৪ ডলার
  • সেমি-ফাইনাল: ৪১২ – ১,১১৮ ডলার
  • ফাইনাল: ৭০৬ – ১,৮৮২ ডলার

ভিআইপি ও আতিথেয়তা প্যাকেজ

সাধারণ টিকিটের পাশাপাশি দর্শকদের বিলাসবহুল অভিজ্ঞতা দিতে ফিফা ইতোমধ্যে বিশেষ ভিআইপি ও আতিথেয়তা প্যাকেজ ঘোষণা করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:

ইউএস ভেন্যু সিরিজ: যুক্তরাষ্ট্রের একটি নির্দিষ্ট আয়োজক শহরের ৪ থেকে ৯টি ম্যাচের জন্য সর্বনিম্ন খরচ ৮,২৭৫ ডলার।

ইউএস ফোর-ম্যাচ সিরিজ: যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের চারটি গ্রুপ পর্বের ম্যাচের জন্য সর্বনিম্ন খরচ ৫,৩০০ ডলার।

ফলো মাই টিম সিরিজ: আয়োজক দেশগুলো বাদে যেকোনো একটি নির্দিষ্ট দলের সবকটি গ্রুপ পর্বের ম্যাচের জন্য সর্বনিম্ন খরচ ৬,৭৫০ ডলার।

ফিফা ক্লাব বিশ্বকাপে ‘পরিবর্তনশীল মূল্য নির্ধারণ কৌশল’ (ডাইনামিক প্রাইসিং) ব্যবহার করার ফলে টিকিটের দামে ব্যাপক তারতম্য দেখা গিয়েছিল। তবে ২০২৬ বিশ্বকাপের টিকিট বিক্রির ক্ষেত্রে এই কৌশল ব্যবহার করা হবে কি না, সে বিষয়ে ফিফা এখনো কোনো নিশ্চয়তা দেয়নি।

উল্লেখ্য, ফিফা বিশ্বকাপ ২০২৬ অনুষ্ঠিত হবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত। প্রথম ম্যাচটি মেক্সিকো সিটির এস্তাদিও অ্যাজতেকা স্টেডিয়ামে এবং ফাইনাল ম্যাচটি নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

Exit mobile version