Site icon The Bangladesh Chronicle

বিশ্বকাপ জিতলে ২০৪৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন বাবর : গাভাস্কার

বিশ্বকাপ জিতলে ২০৪৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন বাবর : গাভাস্কার –

অস্ট্রেলিয়ায় চলমান অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিততে পারলে ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। আগামী রোববার মেলবোর্নে বিশ্বকাপের ফাইনালে লড়বে পাকিস্তান ও ইংল্যান্ড।

মেলবোর্নের এই ভেন্যুতেই ১৯৯২ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ২২ রানে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান। ওই আসরেও খাদের কিনারা থেকে উঠে এসে শেষ পর্যন্ত শিরোপা জিতেছিল উপমহাদেশের দলটি। শিরোপা জয়ী দলটির নেতৃত্বে ছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও একই অবস্থা ছিল পাকিস্তানের। গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরে যায় পাকিস্তান। তাতে গ্রুপের অন্যান্য হিসাব-নিকাশে পাকিস্তানের বিদায় একরকম নিশ্চিতই ছিল। সব হিসাব-নিকাশকে পাল্টে দিয়ে গ্রুপ পর্বের শেষ তিন ম্যাচ জিতে সেমিফাইনালে উঠে পাকিস্তান। সেমিতে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে এখন ফাইনালের মঞ্চে পাকরা।

১৯৯২ সালের সাথে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত পাকিস্তানের পথচলাতে অনেক মিল। শেষটা মিললে, ১৯৯২ সালের পুনরাবৃত্তিই ঘটবে। এজন্য ফাইনালের মঞ্চে ইংল্যান্ডকে হারাতে হবে পাকিস্তানকে।

যদি ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিততে পারে পাকরা, তাহলে ২০৪৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন এই দলের অধিনায়ক বাবর আজম। স্টার স্পোর্টসে ভারত-ইংল্যান্ড ম্যাচের আগে মজার ছলে, এমনই মন্তব্য করেছেন ভারতের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার।

১৯৯২ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের অধিনায়ক ইমরান খান ২৬ বছর পর নিজ দেশের প্রধানমন্ত্রী হন।

গাভাস্কার জানান, এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারলে ইমরানের মতো বাবরও ২৬ বছর পর পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন। গাভাস্কার বলেন, ‘পাকিস্তান যদি এবার বিশ্বকাপ জিততে পারে, তাহলে ২০৪৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন বাবর।’
সূত্র : বাসস

Exit mobile version