Site icon The Bangladesh Chronicle

বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ভেন্যুর অভিষেক হচ্ছে আগস্টে

– ছবি – সংগৃহীত


কাতারের নতুন ভেন্যু লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আসন্ন বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। এ মাঠেই আগামী ১১ আগস্ট কাতার সুপার লিগে আল রাইয়ান ও আল আরাবির মধ্যকার ম্যাচ দিয়ে ভেন্যুটির অভিষেক হতে যাচ্ছে। তবে আনুষ্ঠানিক উদ্বোধন হবে কয়েকদিন পর। স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা ৮০ হাজার।

বিশ্বকাপকে সামনে রেখে দোহায় যে আটটি নতুন স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে তার মধ্যে লুসাইল সর্ববৃহৎ। আগামী ১৮ ডিসেম্বর এই মাঠে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। সব মিলিয়ে এখানে গ্রুপ ম্যাচ, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালসহ বিশ্বকাপের ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপ আয়োজক সূত্র জানিয়েছে, সুপার লিগের ম্যাচটি এই ভেন্যুর জন্য অনেকটাই পরীক্ষামূলক একটি ইভেন্ট।

বিশ্বকাপের পর স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা অর্ধেকে নামিয়ে আনা হবে। স্টেডিয়ামের বেশিরভাগ জায়গা তখন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ব্যবহার করা হবে।

Exit mobile version