Site icon The Bangladesh Chronicle

বিশ্বকাপের জন্য ব্রাজিলের দল ঘোষণা

কাতার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল – ছবি : সংগৃহীত

কাতারে আসন্ন ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল। কাতারের বিমানে উঠতে যাওয়া ব্রাজিলের বিশ্বকাপ বহরে রয়েছে নেইমার, থিয়াগো সিলভা এবং কাসেমিরোর মতো পরীক্ষিত সব খেলোয়াড়।

ঘোষিত ব্রাজিল স্কোয়াডে জায়গা পাওয়া ২৩ ফুটবলার হলেন—

গোলরক্ষক : আলিসন (লিভারপুল), এডারসন (ম্যান সিটি) ওয়েভেরটন (পালমিরা)।

ডিফেন্ডার : দানিলো (জুভেন্টাস) , দানি আলভেস (ইউনিভার্সিদাদ নাসিওনাল), অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), অ্যালেক্স তেলেস (সেভিয়া), থিয়াগো সিলভা (চেলসি), মার্কিনিওস (পিএসজি), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), ব্রেমের (জুভেন্টাস)।

মিডফিল্ডার : কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), ফাবিনহো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল ইউনাইটেড) , লুকাস পাকুয়েতা (ওয়েস্টহ্যাম ইউনাইটেড) , এভারটন রিভেইরো (ফ্লামিঙ্গো)।

ফরোয়ার্ড : নেইমার (পিএসজি), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রাফিনহা (বার্সেলোনা), আন্তনি (ম্যানচেস্টার ইউনাইটেড), রদ্রিগো (রিয়ার মাদ্রিদ), গ্যাব্রিয়েল জেসুস (আর্সেনাল) , রিচার্লিসন (টটেনহাম), মার্তিনেল্লি (আর্সেনাল), পেদ্রো (ফ্লামিঙ্গো)।

এর মাঝে ১৬ জনই প্রথম বারের মতো বিশ্ব আসরে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। তবে ব্রাজিল দলে রিচার্লিসনের জায়গা পাওয়াটা কিছুটা চমকপ্রদই বটে। কিছুদিন আগেই ইনজুরিতে পড়ে বিশ্বকাপ অনিশ্চিত হয়ে যায় টটেনহামের এই খেলোয়াড়ের। তবে সমর্থকদের জন্য স্বস্তির খবর তিনি ফিরেছেন।

তিতের দল ব্রাজিলের থেকে এবার ভক্তদের প্রত্যাশা অবিশ্বাস্যরকমের বেশি। ২০০০ সালের পর ইউরোপের বাইরে বিশ্বকাপজয়ী একমাত্র দল ব্রাজিল। ২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জিতেছিলো ব্রাজিল। পরের চার আসরে বেশ কয়েকবার খুব কাছে গিয়েও শিরোপা ছুঁতে পারেনি দলটি।

Exit mobile version