Site icon The Bangladesh Chronicle

বিশ্বকাপের উদ্বোধনীতে সব আলো কেড়ে নিলেন বিশেষ চাহিদা সম্পন্ন এই তরুণ

বিশ্বকাপের উদ্বোধনীতে সব আলো কেড়ে নিলেন বিশেষ চাহিদা সম্পন্ন এই তরুণ – ছবি : সংগৃহীত

রোববার রাতে ফুটবল বিশ্বকাপের উদ্বোধন হয়ে গেল। মঞ্চে দেখা গেল ঘানিম আল মুফতি নামে বিশেষ চাহিদা সম্পন্ন এক তরুণকে। দু’হাতে ভর দিয়ে মঞ্চে এসে পবিত্র কুরআন তেলাওয়াত করলেন। পরে অভিনেতা মর্গান ফ্রিম্যানের সাথে সঞ্চালনা করলেন বেশ কিছুক্ষণ। ঘানিম কাতার বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডার।

২০ বছরের ঘানিমের জন্ম থেকেই পা নেই। কডাল রিগ্রেশন সিন্ড্রোমে ভোগেন তিনি। খুব কম মানুষেরই এই রোগ দেখা যায়। কিন্তু সেই সব বাধা টপকে একাধিক মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছেন ঘানিম। তার ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে তিনি মানুষকে অনুপ্রেরণা দিতে বিভিন্ন কথা বলেন। তার আইসক্রিমের ব্যবসাও রয়েছে।

রোববার ফ্রিম্যানের সাথে উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন ঘানিম। তার তেলাওয়াত শোনালেন উপস্থিত দর্শকদের এবং সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের। কাতারের বিভিন্ন দিক তুলে ধরা হলো সেই অনুষ্ঠানে। প্রথমেই দেখা যায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানিকে।

প্রথমে গানের অনুষ্ঠান হয়। তার পরেই বিশ্বকাপে ঐক্যের বার্তা শোনাতে শোনাতে হাজির হন হলিউডি অভিনেতা মর্গ্যান ফ্রিম্যান। তার সাথে মঞ্চে প্রবেশ করেন ঘানিম।

Exit mobile version