Site icon The Bangladesh Chronicle

বিশ্বকাপটা শামীমের কাছে চ্যালেঞ্জের

বিশ্বকাপটা শামীমের কাছে চ্যালেঞ্জের – ছবি : সংগৃহীত

জাতীয় দলে অভিষেকই হলো কিছুদিন আগে। খেলেছেন হাতে গোনা কয়েকটি ম্যাচ। তবে দুর্দান্ত ফিল্ডিং ও মারকুটে ব্যাটিংয়ের কারণে বিশ্বকাপ স্কোয়াডেই জায়গা পেয়ে গেলেন শামীম হোসেন পাটোয়ারী। অভিষেকের কিছুদিন পরই টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়াটাকে বেশ গর্বের মনে করছেন তিনি। পাশাপাশি বিশ্বকাপটা তিনি নিয়েছেন চ্যালেঞ্জের হিসেবে।

শামীম বলেন, ‘যখন নাইনটিন বিশ্বকাপ খেলি, তখন জাতীয় দল অত মাথায় ছিল না। খেলাতেই ফোকাস ছিল। আর চিন্তা ছিল যে যত তাড়াতাড়ি জাতীয় দলে আসা যায়। আল্লাহর রহমতে জাতীয় দলে ডাক পেয়েছি, অনেক আনন্দিত আমি। আমরা অনুর্ধ্ব-১৯ দলের দুইজন সদস্য আছি। শরিফুল এবং আমি। এটা অনেক আনন্দের বিষয়। আশা করি আমাদের অনূর্ধ্ব-১৯ দলে থেকে আরও ক্রিকেটার জাতীয় দলে আসবে।’

নিজে দারুণ একজন ফিল্ডার। ম্যাচে ফিল্ডিং জিনিসটাও তাই তার কাছে বেশ গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘একটা দলের মূল জায়গা হলো ফিল্ডিং। আর ফিল্ডিং যদি আমরা ভালো করি, যে কোন দলকেই হারিয়ে দেওয়া যায়। আমাদের সবাই অনেক ভালো ফিল্ডিং করছে। গতকাল সাইফউদ্দিন ভাই ভালো একটি ক্যাচ নিয়েছে। ওভারঅল সবাই ভারো ফিল্ডিং করছে, কারো কাছেই তেমন মিস হয়নি।’

‘আমরা শেষ তিনটি সিরিজে অনেক ভাল করেছি। জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। তিনটি সিরিজেই জেতার কারণ টিম স্পিরিট ভাল ছিল, সবার মধ্যে বন্ডিংও ভাল ছিল এবং আমরা কেউ হাল ছাড়তে চাইনি। একটি দলের মধ্যে টিম স্পিরিটটা অনেক গুরুত্বপূর্ণ। এটা থাকলে যে কোন দলকেই ইয়ে করা যায়।’

আসন্ন বিশ্বকাপ প্রসঙ্গে শামীম বলেন, ‘বিশ্বকাপে বড় বড় দল থাকবে। বড় বড় প্লেয়ারদের সাথে খেলব। ওদের সাথে খেলাটা আমার জন্য বড় একটা চ্যালেঞ্জ হিসেবে কাজ করবে।

Exit mobile version