Site icon The Bangladesh Chronicle

বিশ্বকাপটা ঘরে নিয়ে এসো: হার্দিক

একটা চোট এলোমেলো করে দিল হার্দিকের বিশ্বকাপ। গ্রুপ পর্বে বাংলাদেশের বিরুদ্ধে চোট পান ভারতীয় এই অলরাউন্ডার। চোটের কারণ বাকি বিশ্বকাপে আর খেলা হয়নি। বর্তমানে চিকিৎসাধীন তিনি। পুরোপুরি সেরে উঠতে এখনও কিছুদিন সময় লাগবে। এর মধ্যে তার দল টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে। অপেক্ষায় সোনালী ট্রফি ছুঁয়ে দেখার।

চুপ করে কি বসে থাকতে পারেন হার্দিক? তাই চার দেওয়ালের মধ্যে থেকে যেটুকু সম্ভব তাই করলেন। সামাজিক মাধ্যমে বিরাট-রোহিতদের উদ্দেশে শুভেচ্ছাবার্তা দিয়েছেন হার্দিক। ভিডিওতে তিনি বলছেন, ‘আমি দলের জন্য গর্বিত। এখন পর্যন্ত আমরা যা কিছু করতে পেরেছি, তার পেছনে রয়েছে গত কয়েক বছরের কঠোর পরিশ্রম। বিশ্ব জয় থেকে আর এক ধাপ দূরে আছি আমরা। ছেলেবেলা থেকে স্বপ্নে দেখেছি, বিশেষ কিছু করে দেখানোই লক্ষ্য ছিল।’

বিশ্বকাপের মাঝেই দল থেকে ছিটকে গেলেও তিনি যে দলের সঙ্গেই রয়েছেন তা আরও এক বার বুঝিয়ে দিলেন হার্দিক পান্ডিয়া।

সমকাল

Exit mobile version