Site icon The Bangladesh Chronicle

বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়লেন ২৬৯ মার্কিন নাগরিক

মার্চ ৩০, ২০২০
স্টার অনলাইন রিপোর্ট

যুক্তরাষ্ট্রের ২৬৯ নাগরিক আজ সোমবার একটি বিশেষ ফ্লাইটে ওয়াশিংটনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

করোনাভাইরাসের প্রাদূর্ভাবের সময়ে যেসব নাগরিক দেশে ফিরে যেতে চেয়েছেন তাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন নাগরিকদের নিয়ে সন্ধ্যা ৬:০৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এইচএসআইএ) ছেড়ে যায় কাতার এয়াওয়েজের একটি ফ্লাইট। এইচএসআইএ পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান এ তথ্য নিশ্চিত করেন।

ফ্লাইটটিতে মাকিন নাগরিক ছাড়াও বাংলাদেশি বংশোদ্ভুত যারা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন তারাও রয়েছেন। কাতারের দোহা হয়ে ফ্লাইটটি ওয়াশিংটনের ডালাস বিমানবন্দরে যাবে।

ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, বিশ্বের ২৮টি দেশ থেকে প্রায় ১০ হাজার মার্কিন নাগরিকদের দেশে ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করেছে যুক্তরাষ্ট্র।

Exit mobile version