Site icon The Bangladesh Chronicle

বিরাট বিপর্যয়, প্রথমবারের মতো কোহলির ব্যাটিং গড় ৫০-এর নিচে

বিরাট কোহলি – ছবি : সংগৃহীত


টেস্ট তথা আন্তর্জাতিক ক্যারিয়ারের বহু শৃঙ্গ জয় করেছেন বিরাট কোহলি। তবে এমন বিপর্যয়ের মুখে তাকে আগে কখনো পড়তে হয়নি। বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দিবারাত্রির টেস্টের দুই ইনিংসে ব্যাট হাতে বড় রানের ইনিংস খেলতে ব্যর্থ হওয়ায় প্রথমবারের জন্য কোহলির ব্যাটিং গড় নেমে গেল ৫০-এর নিচে।

বেঙ্গালুরু টেস্টের আগে পর্যন্ত তিন ফরম্যাটেই আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের ব্যাটিং গড় ছিল ৫০-এর উপরে। ১০০ টেস্টে তার ব্যাটিং গড় ছিল ৫০.৩৫। ২৬০টি ওয়ান ডে ম্যাচে তার ব্যাটিং গড় ৫৮.০৭। ৯৭টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে তার ব্যাটিং গড় ৫১.৫০। দেশের হয়ে ব্যাট করতে নেমে তিন ফরম্যাটে কখনো কোহলির গড় ৫০-এর নিচে যায়নি।

টেস্টে ৫০ গড় বজায় রাখতে হলে বিরাটকে চিন্নাস্বামীর দুই ইনিংস মিলিয়ে অন্ততপক্ষে ৪৩ রান করতেই হতো। কোহলি প্রথম ইনিংসে ২৩ ও দ্বিতীয় ইনিংসে ১৩ রান করে আউট হন। সুতরাং, দুই ইনিংস মিলিয়ে তার সার্বিক সংগ্রহ ৩৬ রান। ফলে ১০১ টেস্টে তার ব্যাটিং গড় কমে দাঁড়ায় ৪৯.৯৫-এ।

এমনিতেই প্রায় আড়াই বছর হতে চলল কোহলির ব্যাটে সেঞ্চুরির দেখা নেই। এবার ব্যাটিং গড়েও ধাক্কা খেতে হল বিরাটকে।

সূত্র : হিন্দুস্থান টাইমস

Exit mobile version