Site icon The Bangladesh Chronicle

বিয়ে করলেন ক্রিকেটার খালেদ

বিয়ে করলেন ক্রিকেটার খালেদছবি- ফেসবুক

আর কয়েকদিন পরই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। ১৯ জানুয়ারি থেকে শুরু হবে এবারে আসর, যার সমাপ্তি হবে ১ মার্চ। ইতোমধ্যে সব ফ্রাঞ্চাইজি দল গুছিয়ে  এখন অনুশীলনও শুরু করেছে। এই টুর্নামেন্টে ফরচুন বরিশালের হয়ে খেলবেন জাতীয় দলের পেসার সৈয়দ খালেদ আহমেদ। তবে এর মধ্যেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে নিজের বিবাহর বিষয়টি নিশ্চিত করেন ৩১ বছর বয়সী ‌এই ক্রিকেটার। স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি তুলে সংক্ষিপ্ত এক পোস্টে সৈয়দ খালেদ আহমেদ লেখেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে তার’।

বাংলাদেশ দলের হয়ে ১২টি টেস্ট এবং ২টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে ২৪ উইকেট শিকার করেন খালেদ । টি-টোয়েন্টিতে ৪৬ ম্যাচে ৫৪ উইকেট শিকার করেন তিনি। এ ছাড়াও প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৪ ম্যাচে অংশ নিয়ে ১৩৩ উইকেট শিকার করেন খালেদ। লিস্ট এ ক্রিকেটে ৫৩ ম্যাচে তার সংগ্রহ ৭৩ উইকেট।
Exit mobile version