Site icon The Bangladesh Chronicle

বিপিএলে আসতে পারে বিদেশি ফ্র্যাঞ্চাইজি

আগামী ডিসেম্বর-জানুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সোমবার মিরপুর বোর্ড সভার পর সংবাদ সম্মেলনে এই তথ্য দিয়েছেন বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ছবি: ফাইল

বিপিএল আয়োজনে বিদেশি একটি প্রতিষ্ঠানকেও দায়িত্ব দেওয়া হবে জানিয়েছেন বোর্ডের এই কর্মকর্তা। টুর্নামেন্টের কমিটিতে বাইরের ব্যক্তিও রাখা হবে। যাতে করে স্বচ্ছতা আনা যায়। কয়টি দল পরবর্তী আসরে অংশগ্রহণ করবে সেটি অবশ্য নিশ্চিত করতে পারেননি ইফতেখার।

নতুন করে দলগুলোকে পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে। প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারলে বিদেশি ফ্র্যাঞ্চাইজিও বিপিএলে খেলার অনুমতি দেবে বিসিবি। এ ছাড়া টুর্নামেন্টে ভেন্যু বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সামনের বিপিএল চারটি ভেন্যুতে দেখা যেতে পারে।

অনেকদিন ধরেই বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। এতে করে আগামী আগস্টে ভারতের বিপক্ষে সীমিত ওভারের দুই সংস্করণের সিরিজ নিয়ে অনিশ্চয়তা জেগেছিল। যদিও বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান নির্ধারিত সময়েই সিরিজ আয়োজন করা হবে।

বিসিবি অ্যাওয়ার্ড নাইট পুনরায় চালুর কথাও বোর্ড সভায় চূড়ান্ত হয়েছে। এ ছাড়া আম্পায়ারিংয়ের পরামর্শক হিসেবে সায়মন টফেলকে নিয়োগের সিদ্ধান্তের কথা জানিয়েছে বিসিবি। তিন বছরের চুক্তি হয়েছে আইসিসি এলিট প্যানেলের সাবেক এই আম্পায়ারের সঙ্গে। বিসিবির আম্পায়ারিংয়ের গ্রেডিংয়ের বিষয়ে সহায়তা করবেন টফেল।

এ ছাড়া পূর্বাচলে হাই পারফরম্যান্স সেন্টার করার পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি। উঠতি ক্রিকেটারদের জন্য এটা বড় একটা প্রাপ্তি হতে পারে। অপেক্ষা এখন কাজ শুরুর।

Exit mobile version