বিদেশি ঋণের সুদ পরিশোধ বাবদ সরকারের ব্যয় অনেক বেড়ে গেছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ খাতে সরকারের ব্যয় বেড়েছে ১৭৬ শতাংশ। গত জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে মোট ৩৭ কোটি ৮৪ লাখ ডলার পরিশোধ করতে হয়েছে বিদেশি ঋণের সুদ বাবদ। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৩ কোটি ৭০ লাখ ডলার।
ইআরডির প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন মাসে বিদেশি ঋণের আসল পরিশোধ আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেড়েছে। মোট ৪৯ কোটি ২০ লাখ ডলার পরিশোধ করা হয়েছে এ বাবদ। ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩৮ কোটি ৮৫ লাখ ডলার। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের চেয়ে আসল বাবদ পরিশোধ বেড়েছে প্রায় ১০ কোটি ডলার।
সুদ-আসল মিলিয়ে মোট ৮৭ কোটি ডলারের বেশি পরিশোধ করা হয়েছে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল সাড়ে ৫২ কোটি ডলার। টাকার হিসাবে দেখা যায়, গত প্রান্তিকে ঋণের সুদ-আসল বাবদ প্রায় ৯ হাজার ৫৩৪ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। গত অর্থবছরের একই প্রান্তিকে এর পরিমাণ ছিল প্রায় ৪ হাজার ৯৮৭ কোটি টাকা।
ঋণ পরিশোধে সরকারের ব্যয় অনেক বেড়ে গেলেও সে হারে প্রতিশ্রুত অর্থ ছাড় করেনি উন্নয়ন সহযোগীরা। ইআরডির তথ্যমতে, গত প্রান্তিকে আগের অর্থবছরের একই প্রান্তিকের চেয়ে অর্থ ছাড় কমেছে ৫ শতাংশের মতো। মোট ১২৮ কোটি ডলার অর্থ ছাড় হয়েছে এ সময়। গত অর্থবছরের একই প্রান্তিকে যার পরিমাণ ছিল ১৩৫ কোটি ডলারের মতো। অর্থাৎ ছাড় কমেছে ৭ কোটি ডলারের মতো।
অর্থ ছাড় কমলেও গত প্রান্তিকে ঋণের প্রতিশ্রুতি ৬১১ শতাংশ বাড়িয়েছে উন্নয়ন সহযোগীরা। ৪০ কোটি ৫৪ লাখ ডলারের ঋণ সহায়তার প্রতিশ্রুতি পাওয়া গেছে এ সময়, যা গত অর্থবছরের একই প্রান্তিকে ছিল ২৮ কোটি ৮০ লাখ ডলারের মতো।