Site icon The Bangladesh Chronicle

বিদায় বেলায় অঝোরে কাঁদলেন দিবালা

বিদায় বেলায় অঝোরে কাঁদলেন দিবালা – ছবি : সংগৃহীত


কয়েক মাস ধরে চলতে থাকা গুঞ্জনটাই অবশেষে সত্যি হলো। সোমবার লাজিওর বিপক্ষে মাঠে নামার আগেই পাওলো দিবালা ঘোষণা দিয়েছিলেন, জুভেন্টাসে এটি হতে যাচ্ছে নিজের শেষ ম্যাচ।

সোমবার রাতে অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে লাজিওর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে জুভেন্টাস। ম্যাচটির ৭৮ মিনিট পর্যন্ত খেলেছেন দিবালা। এই সময়ে আবেগটা যেন বেশিই স্পর্শ করেছিল তাকে। তাইতো কেঁদে ভাসালেন বুক।

বিদায়ের বার্তা দিয়ে আর্জেন্টাইন এই স্ট্রাইকার ইনস্টাগ্রামে এক দীর্ঘ পোস্টে লিখেছেন, ‘এত বছর, এত আবেগের সম্পর্কের পর আমি ভেবেছিলাম আমরা হয়তো আরো অনেক বছর একসাথে থাকব। কিন্তু, ভাগ্য আজ আমাদের দুদিকে নিয়ে যাচ্ছে। এত বছরের অভিজ্ঞতা, গোল, ম্যাচ, প্রত্যেক ম্যাচ আমি কখনো ভুলব না।’

জুভেন্টাসের সাথে সাত বছরের স্মৃতি নিয়ে তিনি লিখেছেন, ‘আমি আপনাদের সাথেই বড় হয়েছি, শিখেছি, স্বপ্ন দেখেছি, বেঁচে থেকেছি। সাতটি বছর, ১২টি শিরোপা আর ১১৫ গোলের এ যাত্রা স্বপ্নের মতো ছিল, যা কেউ কেড়ে নিতে পারবে না। কোনোদিনই নয়।’

দিবালা আরো লিখেছেন, ‘কঠিন সময়ে আমার পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ। প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার পাশে ছিলেন, সাহায্য করেছেন, ক্লাবের ভেতরের মানুষ থেকে আমাদের ভক্ত সমর্থক, কোচ, ম্যানেজার সবাইকে ধন্যবাদ জানাই। এ বিখ্যাত জার্সির পরার সাথে এ ক্লাবকে অধিনায়কত্ব দেয়ার ঘটনাটি আমার জীবনের অন্যতম গর্বের ঘটনা হয়ে থাকবে, যা আমি আমার সন্তান ও নাতিপুতিদের দেখাতে পারব হয়তো কোনো একদিন।’

Exit mobile version