Site icon The Bangladesh Chronicle

বিএসএফের গুলিতে কিশোর নিহতের ঘটনায় বিএনপির নিন্দা

বিএনপি

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের গুলিতে সাদ্দাম হোসেন (১৫) নামের এক কিশোর নিহত হওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

সোমবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছুদিন আগেও যশোরে সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিপাহি মোহাম্মদ রইশুদ্দীন নিহত হয়েছেন। বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশি নাগরিকদের এই নির্মম হত্যাকাণ্ডÐনিয়ে প্রতিবাদ তো দূরের কথা, টুঁ শব্দ পর্যন্ত করার সাহস দেখাতে পারেনি সরকার। কয়েক মন্ত্রী এ বিষয়ে কথা বলতেও রাজি হননি।

এমন অবস্থায় বিএসএফ সদস্য কর্তৃক গুলি করে বাংলাদেশি কিশোর হত্যা ও এর পূর্বের সব হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশিদের হত্যার যে হিড়িক চলছে, তা বন্ধের জোর আহ্বান জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে।

Prothom alo

Exit mobile version