Site icon The Bangladesh Chronicle

বিএনপি নেতা ইশরাকের বিরুদ্ধে ফ্যাসিবাদের সহায়ক আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি

 আমার দেশ
৫ ডিসেম্বর ২০২২

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি-ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি

মতিঝিল থানার গাড়ি পোড়ানোর সাজানো মামলায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ফ্যাসিবাদের সহায়ক আওয়ামী আদালত।

সোমবার (৫ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন কোর্টের আওয়ামী ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই পরোয়ানা জারি করেন।

সাজানো মামলায় ইশরাকের হাজিরার তারিখ ছিল সোমবার। ইশরাকের পক্ষে আইনজীবী আদালতে সময় আবেদন করেন। আদালত সেই আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মতিঝিল থানার সাধারণ নিবন্ধন শাখার সহকারী জাহিদ এ তথ্য জানান।

পুলিশের সাজানো মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২০ সালের ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের নির্বাচন বানচাল করার লক্ষ্যে আসামিরা একত্রিত হয়ে বাংলাদেশ ব্যাংকের বিপরীত পাশে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের পুড়িয়ে মারার উদ্দেশ্যে গাড়িতে আগুন ধরিয়ে দেন। এতে গাড়িতে থাকা যাত্রীরা অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

এ ঘটনায় বিএনপি নেতা ইশরাকসহ ৪২ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করেন পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক আতাউর রহমান ভুইয়া।

উল্লেখ্য, এর আগে গত ৬ই এপ্রিল দুপুর ১২টার দিকে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকা থেকে ইশরাক হোসেনকে গ্রেফতার করে পুলিশ। ওইদিন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক দলের লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন তিনি। পরে তাঁর জামিন নামঞ্জুর করে ওইদিনই কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) তামান্না ফারহার আদালত। এরপর ১২ই এপ্রিল ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে তার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন মঞ্জুর করেন।

সাজানো সেই মামলাতেও ইশরাক জামিনে ছিলেন। আজ (৫ই ডিসেম্বর) তিনি আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন করলে আদালত নামঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

Exit mobile version