Site icon The Bangladesh Chronicle

বিএনপি-জামায়াত বাংলাদেশের উন্নয়নকে ধ্বংস করতে আমাদের ওপর থাবা দিয়েছে: প্রধানমন্ত্রী

গণভবনে আজ সন্ধ্যায় ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
গণভবনে আজ সন্ধ্যায় ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি : বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি-জামায়াত-ছাত্রদল-শিবিরকে জঙ্গি উল্লেখ করে বলেছেন, তারা বাংলাদেশের উন্নয়নকে ধ্বংস করতে আমাদের ওপর থাবা দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার সন্ধ্যায় গণভবনে ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠকে সূচনা ভাষণে এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘শিবির-ছাত্রদল-বিএনপি-জামায়াত জঙ্গি। দেশের উন্নয়নকে ব্যাহত করতে তারা আমাদের ওপর থাবা দিয়েছে।’

দেশের উন্নয়নকে ব্যাহত করতে দেশব্যাপী তাণ্ডব চালানো সম্পূর্ণভাবে একটি জঙ্গি কর্মকাণ্ড উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, তা আসলে রাজনৈতিক কিছু নয়। এসব সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ। এর উদ্দেশ্য বাংলাদেশকে ধ্বংস করা।

কোটা সংস্কার আন্দোলনকে কাজে লাগিয়ে দেশব্যাপী ধ্বংসযজ্ঞ চালানোয় বিএনপি-জামায়াত চক্রের কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশ বিশ্বদরবারে একটি মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছেছে জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের নাম শুনলে সবাই সমীহ করে। সবাই সম্মানের চোখে দেখে। আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে বাংলাদেশকে একটা আন্তর্জাতিক পর্যায়ে আমরা তুলে আনতে সক্ষম হয়েছি।’

আজ সন্ধ্যায় গণভবনে ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠকের আগে বিকেলে ছাত্রলীগের নারী নেত্রীদের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। মতবিনিময়কালে তিনি বলেন, ‘দিনরাত পরিশ্রম করে বাংলাদেশ যে সম্মান অর্জন করেছে, তা তারা ধূলিসাৎ করেছে। এটি অত্যন্ত পরিতাপের বিষয়। তারা একের পর এক সরকারি স্থাপনা ধ্বংস করেছে, যা জনগণের কল্যাণে ব্যবহৃত হচ্ছিল। আমার প্রশ্ন হলো, ধ্বংসের মাধ্যমে তারা কার উদ্দেশ্য পূরণ করেছে?’

তথাকথিত আন্দোলন চালিয়ে যেতে তারা কোথা থেকে বিপুল পরিমাণ অর্থ পেয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তারা টাকা কোথা থেকে পেল? তাদের প্রতিদিনের আন্দোলন চালাতে কে তাদের টাকা দিল?

prothom alo

Exit mobile version