Site icon The Bangladesh Chronicle

বাফুফের অনুদান আটকে দিয়েছে ফিফা!

বাফুফের অনুদান আটকে দিয়েছে ফিফা! – ছবি : সংগৃহীত

সফল কোচ জেমি ডে-কে অতি উৎসাহে দায়িত্ব থেকে অব্যহতি দেয় বাফুফে। এতে কোনো সাফল্য তো আসেইনি; উল্টো জেমি ডের বকেয়া বেতন পরিশোধ না করে মাঝে মধ্যেই খবরের শিরোনাম হতে হচ্ছে বাফুফেকে।

এই ইংলিশ কোচের বকেয়া বেতন এবং সুদসহ পাওনা ৮৬ হাজার ডলার। জেমির অভিযোগের পরিপ্রেক্ষিতে ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটি বাফুফেকে ২৭ ডিসেম্বরের মধ্যে এই অর্থ প্রদানে নির্দেশ দেয় কিন্তু বাফুফে সে অর্থ প্রদান করেনি।

ফলে ফিফা শাস্তি স্বরূপ বাফুফেকে ডেভেলপমেন্ট খাতে ফিফা যে অর্থ দেয় তা আটকে দিয়েছে। বকেয়া পরিশোধ করলেই উঠে যাবে এই নিষেধাজ্ঞা।

জেমি ডেই গতকাল এই তথ্য বাংলাদেশের বিভিন্ন মিডিয়াকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে জানান। যদিও বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনের জবাব, এই বিষয়ে আমি কিছুই জানি না।

বিষয়টি জন্য জেমি দুঃখ প্রকাশ করে বলেন, এই পরিস্থিতি বাফুফেই তৈরি করেছে। বাফুফের গুটি কয়েক নীতি নির্ধারকই এর জন্য দায়ী। আমি আশা করবো বাফুফে দ্রুতই এই সমস্যার সমাধান করবে।

Exit mobile version