Site icon The Bangladesh Chronicle

বাংলাদেশ সফরে শ্রীলংকার নতুন ফিল্ডিং কোচ রোক্স


ফিল্ডিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার অ্যান্টন রোক্সকে নিয়োগ দিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

গত ৭ মার্চ থেকে রোক্সের নিয়োগ কার্যকর করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলা রোক্স এক সময় নেদারল্যান্ডস পুরুষ দলের কোচ ছিলেন।

এবার শ্রীলংকা জাতীয় দল ও হাই পারফরম্যান্স সেন্টারের প্রধান ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন নিবেন রোক্স। এর আগে নটিংহ্যামশায়ার কাউন্টির সহকারী ফিল্ডিং কোচ ছিলেন তিনি।

আগামী মাসেই বাংলাদেশ সফরে আসছে শ্রীলংকা।
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে লংকানদের ফিল্ডিং বিভাগ সামলাবেন রোক্স।

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে ৪টি করে প্রথম শ্রেণীর ও লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ৪০ বছর বয়সী রোক্স।

সূত্র : বাসস

Exit mobile version