Site icon The Bangladesh Chronicle

বাংলাদেশ সফরে ভারতের শক্তিশালী দল ঘোষণা

বাংলাদেশ সফরে ভারতের শক্তিশালী দল ঘোষণা – ছবি : সংগৃহীত

সাত বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেটে দল। তিন ওয়ানডে আর দুই টেস্ট খেলতে ডিসেম্বরে বাংলাদেশে আসবে তারা। সিরিজকে সামনে রেখে সোমবার দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশে আসবে ভারত। দলের সাথে যুক্ত হবেন গত এশিয়া কাপে দল থেকে ছিটকে যাওয়া রবিন্দ্র জাদেযা। দুই ফরম্যাট মিলিয়ে তিনজন নতুন মুখ আছে দলে। ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন জশ দয়াল ও রাহুল ত্রিপাঠি ও টেস্ট দলে ডাক পেয়েছেন কে এস ভরত।

ওয়ানডে দল : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠী, ঋষভ পন্ত, ইশান কিষান, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার ও যশ দয়াল।

টেস্ট দল : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্ত, কে এস ভরত, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদব।

উল্লেখ্য, সিরিজ শুরু হবে ৪ ডিসেম্বর থেকে। এক টেস্ট ও তিন ওয়ানডে হবে মিরপুরে, বাকি একটি টেস্ট হবে চট্টগ্রামে।

Exit mobile version