Site icon The Bangladesh Chronicle

বাংলাদেশ সফরের সম্প্রচার স্বত্ব নিয়ে বিপাকে ইংল্যান্ড

বাংলাদেশ সফরের সম্প্রচার স্বত্ব নিয়ে বিপাকে ইংল্যান্ড – ছবি : সংগৃহীত

দীর্ঘ অর্ধযুগ পর বাংলাদেশে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখার কথা থ্রি লায়ন্সদের। সমান তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। সিরিজ শুরু হবে আগামী ১ মার্চ। তবে সিরিজটির স্বত্ব কিনতে এখনো আগ্রহ দেখায়নি ইংল্যান্ডের কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠান।

ফলে প্রশ্ন উঠছে তবে কি অস্ট্রেলিয়ার মতো ইংল্যান্ডও হাঁটছে একই পথে? এর আগে ২০২১ সালে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফর করলেও সেই দেশের কোনো সম্প্রচারকারী সংস্থা সিরিজটির সম্প্রচার করেনি। যদিও ৪-১ ব্যবধানে সিরিজ হারিয়ে অজিদের চরম শিক্ষা দেয় টাইগাররা।

ইংল্যান্ডের টেলিগ্রাফ পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, এখন পর্যন্ত ইংল্যান্ডের কোনো টেলিভিশন বা রেডিও বাংলাদেশ সিরিজের সফরের সম্প্রচার স্বত্ব কেনেনি। তবে তারা আশাবাদী, শেষ সময়ে এসে অপেক্ষাকৃত কম মূল্যে হলেও সম্প্রচার স্বত্ব কিনে নেবে কোনো প্রতিষ্ঠান।

তবে শেষ পর্যন্ত যদি কোনো প্রতিষ্ঠান এগিয়ে না আসে, তবে কপাল পুড়দতে পারে ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশী ও ইংল্যান্ডের ক্রিকেট সমর্থকদের। সে ক্ষেত্রে তাদের ভরসা করতে হবে স্ট্রিমিং সাইট কিংবা ইন্টারনেটের ওপর।

 


Exit mobile version