Site icon The Bangladesh Chronicle

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট: একনজরে পরিসংখ্যান

এই তো কয়েক দিন আগে শেষ হয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্র। লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে আসরের ফাইনালে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র (২০০২৫-২৭)।

টেস্ট সিরিজের ট্রফি হাতে দুই অধিনায়ক নাজমুল হোসেন ও ধনঞ্জয়া ডি সিলভা ছবি: ফেসবুক

চক্র শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। অনুমিতভাবেই সিরিজে ফেভারিট স্বাগতিকরা। পরিসংখ্যানেও টাইগারদের চেয়ে বেশ এগিয়ে আছে লঙ্কানরা। তাই সিরিজে ‘আন্ডারডগ’ নাজমুল হোসেন শান্তর দল। শ্রীলঙ্কার বিপক্ষে কেবল একবারই এই সংস্করণে জয় পেয়েছিল বাংলাদেশ।

সেটি ২০১৭ সালে। আট বছর আগে কলম্বো টেস্টে লঙ্কানদের চার উইকেট হারিয়েছিল টাইগাররা। যা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট সংস্করণের ১০০তম ম্যাচ। আবারও লাল বলের ক্রিকেটে লঙ্কানদের মুখোমুখি হতে যাচ্ছে টাইগাররা। বল মাঠে গড়ানোর আগে একনজরে চোখ বুলানো যাক পরিসংখ্যানে:

পরিসংখ্যানের আলোয় বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিং
বাংলাদেশ: ৯।
শ্রীলংকা: ৬।

মুখোমুখি: ২৬ ম্যাচ
বাংলাদেশ: জয় ১।
শ্রীলঙ্কা: জয় ২০।
ড্র: ৫।

দলীয় সর্বোচ্চ
বাংলাদেশ: ৬৩৮/১০।
শ্রীলঙ্কা: ৭৩০/৬ ডিক্লেয়ার।

দলীয় সর্বনিম্ন
বাংলাদেশ: ৬২/১০।
শ্রীলঙ্কা: ২২২/১০।

সর্বোচ্চ রান
বাংলাদেশ: মুশফিকুর রহিম (১৭ ম্যাচে ১৩৪৬)।
শ্রীলঙ্কা: কুমার সাঙ্গাকারা (১৫ ম্যাচে ১৮১৬)।

ব্যক্তিগত সর্বোচ্চ
বাংলাদেশ: মুশফিকুর রহিম (২০০)।
শ্রীলঙ্কা: কুমার সাঙ্গাকারা (৩১৯)।

সর্বোচ্চ উইকেট
বাংলাদেশ: সাকিব আল হাসান (৪২)।
শ্রীলঙ্কা: মুত্তিয়া মুরালিধরন (৮৯)।

সেরা বোলিং
বাংলাদেশ: নাঈম হাসান (৬/১০৫)।
শ্রীলঙ্কা: রঙ্গনা হেরাথ (৭/৮৯)।

Exit mobile version