Site icon The Bangladesh Chronicle

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোষাগারে ১৩৯৮ কোটি টাকা!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোষাগারে প্রায় ১৪০০ কোটি টাকার বিশাল তহবিল রেখে যাচ্ছে বর্তমান পরিচালনা পর্ষদ। দেশের সবচেয়ে ধনী এই ক্রীড়া ফেডারেশনের আর্থিক সক্ষমতার এই চিত্র উঠে এসেছে বর্তমান কমিটির শেষ বোর্ড সভায়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো

মঙ্গলবার রাতে অনুষ্ঠিত সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির প্রধান ইফতেখার মাহমুদ মিঠু এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, স্থায়ী আমানত (এফডিআর), নগদ এবং ব্যাংকে থাকা অর্থসহ মোট ১৩৯৮ কোটি টাকা রেখে যাচ্ছে বর্তমান বোর্ড। এর বাইরে বিভিন্ন পক্ষের কাছে বোর্ডের আরও প্রায় ৪০ কোটি টাকা পাওনা রয়েছে।

সংবাদ সম্মেলনে ইফতেখার রহমান বলেন, ‘১৩৯৮ কোটি টাকা আমরা রেখে যাচ্ছি…এফডিআর, ইন হ্যান্ড ক্যাশ, ক্যাশ ইন ব্যাংক, সবকিছুসহ এই প্রায় ১৪০০ কোটি টাকা রেখে যাওয়া হচ্ছে। এছাড়াও আমাদের অনাদায়ী অর্থ আছে সব মিলিয়ে প্রায় ৪০ কোটি’.

বিসিবির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। প্রায় চার মাস ধরে তিনি এই দায়িত্বে রয়েছেন। মঙ্গলবার রাত ৯টায় শুরু হওয়া সভাটি মধ্যরাত পর্যন্ত চলে। মূলত, আসন্ন বিসিবি নির্বাচনের কাউন্সিলর অনুমোদন সংক্রান্ত আলোচনার কারণে সভাটি দীর্ঘায়িত হয়।

এদিকে, আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়েও আলোচনা হয়েছে। আগামী ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএলের পরবর্তী আসর আয়োজনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী পরিচালনা পর্ষদ। ইফতেখার মাহমুদ জানান, নতুন বোর্ডের কাজের সুবিধার্থে বর্তমান কমিটি বিপিএলের কিছু প্রস্তুতিমূলক কাজ এগিয়ে রাখছে।

Exit mobile version