Site icon The Bangladesh Chronicle

বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন – ছবি : সংগৃহীত

প্রকাশ হলো বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজের ট্রফি।

মঙ্গলবার ম্যাচ শুরুর আগের দিন দুই দলের দুই অধিনায়ক মিলে ট্রফি উন্মোচন করেন।

ইংল্যান্ড দলের অধিনায়ক জশ বাটলারের সাথে বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল ছিলেন ট্রফি উন্মোচনে।

এই সিরিজ দিয়ে প্রত্যাবর্তন ঘটছে বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল খানের। এর আগে গত ভারত সিরিজ চোটের কারণে খেলা হয়নি তার, ফলে নেতৃত্ব দেন সহ-অধিনায়ক লিটন দাস।

বাংলাদেশ-ইংল্যান্ড মধ্যকার ওয়ানডে সিরিজের সময়সূচি—

১ মার্চ প্রথম ওয়ানডে, মিরপুর।
৩ মার্চ দ্বিতীয় ওয়ানডে, মিরপুর।
৬ মার্চ তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম।

Exit mobile version