Site icon The Bangladesh Chronicle

বাংলাদেশ–আদানি টানাপোড়েন নিয়ে মন্তব্য করতে চায় না ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল

বাংলাদেশে আদানি প্রকল্পের বিদ্যুৎ সরবরাহে জটিলতা নিয়ে ভারত কোনো মন্তব্য করতে চায় না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়ালের মতে, ভারতের একটি বেসরকারি সংস্থার সঙ্গে বাংলাদেশ সরকার এই বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছে। সে নিয়ে ভারত সরকারের কোনো মতামত বা অভিমত নেই।

দিল্লিতে শনিবার এক ব্রিফিংয়ে বাংলাদেশ–আদানি প্রসঙ্গে সাংবাদিকেরা প্রশ্ন করলেও রণধীর জয়সোয়াল এ বিষয়ে এমন মত দেন।

আদানি গোষ্ঠী ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডায় এক বিদ্যুৎ প্রকল্প তৈরি করে। সেই প্রকল্পে উৎপাদিত বিদ্যুৎ পুরোটাই বাংলাদেশে সরবরাহ করা হয়। বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের আমলে আদানি গোষ্ঠীর সঙ্গে সেই চুক্তি হয়। শুরু থেকেই বিদ্যুতের দাম নিয়ে বিতর্ক চলছে। সেই বিতর্ক এখন তা আরও তীব্র হয়েছে।

বাংলাদেশে ৫ আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে আদানি গোষ্ঠীর সঙ্গে সে দেশের অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ চুক্তি নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। সেই খবর গণমাধ্যমে প্রকাশিতও হচ্ছে। খবর অনুযায়ী বিদ্যুতের বকেয়া বিল না মেটালে আদানি গোষ্ঠী বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতে বাধ্য হবে বলে জানিয়েছে। ইতিমধ্যে তারা দুটি ইউনিটের একটির উৎপাদন বন্ধ করে দিয়েছে। অন্যটি থেকে দিচ্ছে দৈনিক ৫০০ মেগাওয়াট।

বাংলাদেশের অভিযোগ, আগের সরকারের সই করা ওই চুক্তি অন্যায্য ও একতরফা। আদানি গোষ্ঠী কয়লার বাড়তি দাম নিচ্ছে। তাতে ইউনিটপ্রতি বিদ্যুতের দামও অনেক বেশি পড়ছে। সরকার পুরোনো চুক্তি নতুনভাবে করতে চায়।

এই জটিলতা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করতে চায়নি। এর আগেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, মুখপাত্র জয়সোয়াল তখনো বিষয়টি এড়িয়ে যান।

prothom alo

Exit mobile version