Site icon The Bangladesh Chronicle

বাংলাদেশে ব্যবসা বন্ধের ঘোষণা দিলো গ্রামীণ ইউনিক্লো

ইত্তেফাক অনলাইন রিপোর্ট ১১ মে ২০২৩ বাংলাদেশে ব্যবসা বন্ধ করছে গ্রামীণ ইউনিক্লো। ইউনিক্লো সোস্যাল বিজনেস বাংলাদেশ লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার (১১ মে) প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রামীণ ইউনিক্লোর ১০টি স্টোর আগামী জুন ১৮ (২০২৩) এর মধ্যে আমরা বন্ধ করব এবং এর সঙ্গে গ্রামীণ ইউনিক্লোর ব্যবসায় কার্যক্রমও বন্ধ হবে। এতে আরও বলা হয়, ২০১০ সালে ফাস্ট রিটেইলিং কোং লিমিটেড, মূল কোম্পানি গ্রামীণ ব্যাংক গ্রুপের সঙ্গে যৌথভাবে পোশাক ব্যবসায়ের মাধ্যমে সামাজিক সমস্যা যেমন দারিদ্রতা, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নের উদ্দেশ্যে বাংলাদেশে সামাজিক ব্যবসায় শুরু করে। ২০১৩ সাল থেকে মূলত রাজধানী ঢাকাতে স্টোর চালু করেছি এবং দৈনন্দিন ব্যবহারের জন্য পোশাক সরবারহ ও নিরাপদ পরিবেশে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে কার্যক্রম পরিচালনা করে আসছি। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন ও সেই সঙ্গে ব্যবসায়িক পরিবেশের পরিবর্তনের পরিপ্রেক্ষিতে আমরা মনে করছি যে, আমাদের ব্যবসায় একটি নির্দিষ্ট উদ্দেশ্য অর্জন করতে সফল হয়েছে এবং এ প্রেক্ষিতে আমরা আমাদের ব্যবসায় কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।
Exit mobile version