Site icon The Bangladesh Chronicle

বাংলাদেশে টিকার দাম কত হবে, জানালেন পাপন

নাজমুল হাসান পাপন – ছবি – সংগৃহীত

ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকার প্রতি ডোজের দাম কত হবে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। যদি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, প্রতি ডোজ টিকার ক্রয়মূল্য চার ডলার। সব খরচ মিলিয়ে দাম পড়বে পাঁচ ডলার। বাংলাদেশী টাকায় হিসাব করলে ৪২৫ টাকার মতো।

করোনাভাইরাস প্রতিরোধে দেশের বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানি প্রতিনিধিদের জন্য আলাদা ১০ লাখ ডোজ টিকা আসবে বলেও জানান তিনি। বলেন, চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি ওষুধ কোম্পানিতে কর্মরতরাও ভয়াবহ করানো ঝুঁকিতে আছেন। অনেকেই কর্মক্ষেত্রে গিয়ে আক্রান্ত হচ্ছেন। কিন্তু তারা সরকারের প্রথম সারির ভ্যাকসিনপ্রাপ্তির তালিকার নেই। এটা দুঃখজনক।’

‘ভ্যাকসিন ওয়্যারহাউজ থেকে সরকারের নিদের্শ অনুযায়ী ৬৪ জেলার সিভিল সার্জনদের কাছে পৌঁছে দেয়া হবে। এর মধ্যে সবধরনের কোল্ড চেইন মানা হবে’— বলেন পাপন।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার তিন কোটি ডোজ কিনতে ইতোমধ্যে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সাথে চুক্তি করেছে বাংলাদেশ সরকার। চুক্তি অনুযায়ী বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস বাংলাদেশে সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত টিকার ‘এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর’। ভারত থেকে টিকা এনে বাংলাদেশে সরবরাহ করবে দেশের ওষুধ খাতের শীর্ষ কোম্পানিটি।

Exit mobile version