Site icon The Bangladesh Chronicle

বাংলাদেশে আসছেন না শীর্ষ ক্রিকেটাররা

বাংলাদেশে আসছেন না শীর্ষ ক্রিকেটাররা – ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন অস্ট্রেলিয়ার শীর্ষ ক্রিকেটারদের ছয়জন। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সিরিজ, খেলবেন না বিশ্বকাপের সম্ভাব্য দলে প্রায় অর্ধেকই!

নাম সরিয়ে নেয়া ছয় ক্রিকেটার ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন ও মার্কাস স্টয়নিস। তারা সবাই তাদের বিবেচনা না করার অনুরোধ করেছেন দলে। কনুইয়ের চোটের কারণে এই দুই সফরে থাকছেন না স্টিভেন স্মিথও।

প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ২৪ বছর বয়সী পেসার ওয়েস অ্যাগার। তার বড় ভাই স্পিনিং অলরাউন্ডার অ্যাশটন অ্যাগারও আছেন দলে। ১৮ সদস্যের এই দলে ফিরেছেন অলরাউন্ডার ড্যান ক্রিস্টিয়ান ও ব্যাটসম্যান বেন ম্যাকডারমট। ৩৮ বছর বয়সী ক্রিস্টিয়ান অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন সবশেষ ২০১৭ সালের অক্টোবরে। ম্যাকডারমট খেলেছেন ২০১৯ সালের নভেম্বরে।

২৯ জনের প্রাথমিক দল থেকে চূড়ান্ত দলে জায়গা পাননি ডার্সি শর্ট ও ক্যামেরন গ্রিন। দুই সফরেই ‘রিজার্ভ’ হিসেবে থাকবেন পেসার ন্যাথান এলিস ও লেগ স্পিনার তানভির স্যাঙ্ঘা।

ওয়ার্নার-কামিন্সদের না থাকার মূল কারণ জৈব-সুরক্ষা বলয়ের মানসিক ধকল। আইপিএল থেকে ফিরে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হয়েছে তাদের। এই দুই সফরের আগেও থাকতে হবে কোয়ারেন্টিনে। দেশে ফিরে আবার ১৪ দিনের কোয়ারেন্টিন। অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ও অনুসরণ করতে হবে একই রুটিন।

আইপিএল খেলে আসা জেসন বেহরেনডর্ফ, মোইজেস হেনরিকেস, রাইলি মেরেডিথ, অ্যান্ড্রু টাই ও অ্যাডাম জ্যাম্পা থাকছেন দুই সফরেই। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক ট্রেভর হন্স বলেন, ‘দল নির্বাচনের জন্য সবাইকে না পেয়ে আমরা অবশ্যই হতাশ। তবে সফর থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়াদের সিদ্ধান্তের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। কোভিডের এই সময় আন্তর্জাতিক সফর সব অ্যাথলেটের জন্য বাড়তি অনেক চ্যালেঞ্জ নিয়ে আসে। তবে যারা এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের দাবি জানাতে চায়, সেই ধরনের ক্রিকেটারদের জন্য এটি বড় সুযোগ এবং এই সফরগুলোতে ভালো করলে তাদের বিশ্বকাপে খেলার দারুণ সম্ভাবনা তৈরি হবে।’

আগামী ২৮ জুন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দেশ ছাড়বে অস্ট্রেলিয়ানরা। তারা ক্যারিবিয়ায় খেলবে পাঁচ টি-টোয়েন্টি ও তিন ওয়ানডের সিরিজ পরে বাংলাদেশে পাঁচ টি-টোয়েন্টির সিরিজ।

অস্ট্রেলিয়া দল : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, অ্যালেক্স কেয়ারি, ড্যান ক্রিস্টিয়ান, জশ হেইজেলউড, মোইজেস হেনরিকেস, মিচেল মার্শ, বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, জশ ফিলিপি, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, অ্যাডাম জ্যাম্পা।

Exit mobile version