Site icon The Bangladesh Chronicle

বাংলাদেশে আর কখনো নির্দলীয় সরকার হবে না: তোফায়েল আহমেদ

বিএনপির উদ্দেশে তোফায়েল আহমেদ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির ধন্যবাদ দেওয়া উচিত। বিভিন্ন ইস্যুতে অন্তত বিবৃতি দিয়ে তিনি দলটিকে টিকিয়ে রেখেছেন। বিবৃতির জন্য যদি নোবেল প্রাইজ দিতে হয়, তাহলে মির্জা ফখরুলকেই দিতে হবে।

আগামী নির্বাচনের জন্য নেতা–কর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, প্রতিটি ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলতে হবে। বিএনপি ২০০১ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগের নেতা–কর্মীদের অনেক অত্যাচার করেছে। কিন্তু আওয়ামী লীগের একটানা ১৪ বছরের শাসনামলে বিএনপির নেতা–কর্মীরা শান্তিতে আছেন।

এ দিকে জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তোফায়েল আহমেদ বলেন, ‘সাজেদা চৌধুরী আওয়ামী লীগের অনেক বড় নেতা ছিলেন। আওয়ামী লীগের জন্য তাঁর অনেক অবদান। আমরা চিরদিন শ্রদ্ধাভরে তাঁকে স্মরণ করব।’

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদারের সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুল মমিন, সাধারণ সম্পাদক মইনুল হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুস প্রমুখ উপস্থি ছিলেন।

Exit mobile version