Site icon The Bangladesh Chronicle

বাংলাদেশের বোলাররা আমাদের সুযোগই দেয়নি- জস বাটলার

স্পোর্টস ডেস্ক

(১২ ঘন্টা আগে) ১২ মার্চ ২০২৩, রবিবার, ৭:৩৫ অপরাহ্ন

যেই ইংল্যান্ডের সাথে এর আগে কখনোই কোনো ফরম্যাটে সিরিজ জয় আসেনি বাংলাদেশের, সেই বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষেই এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ জয় নিশ্চিত হবে এমন আশা হয়তো বাংলাদেশের বড় ভক্তও করেনি। তবে সেটিই করে দেখালো সাকিবের নেতৃত্বে মিরাজ-শান্তরা। স্বাভাবিকভাকেই এমন পরাজয়ে হতাশ ইংলিশ শিবির। চট্টগ্রামে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প কোনো কিছু ভাবনায় ছিল না ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এমন ম্যাচেই কিনা মিরাজদের বোলিংয়ের কাছে অসহায় আত্মসমর্পণ করে অল্প রানে (১১৭) গুটিয়ে যেতে বাধ্য হয়েছে ইংল্যান্ড। সফরকারিদের ৬জন ব্যাটার আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে। বেন ডাকেট আর ফিল সল্ট ছাড়া কেউ পেরোতে পারেননি ২০ রানের কোটা। ম্যাচ শেষে অধিনায়কের কথায় তাই ফুটে উঠলো ব্যাটিং ব্যর্থতার অসহায়ত্ব। ব্যাটিংয়ে ভাল করতে না পারার কথা স্বীকার করে এসময় ইংলিশ অধিনায়ক কৃতিত্ব দেন বাংলাদেশ বোলারদের। বলেন ‘ কোন ব্যাটার চায় না আউট হতে।

বেন ডাকেটের (২৮) সাথে কারো টিকে থাকা দরকার ছিল। বাংলাদেশ বোলাররা আমাদের সুযোগই দেয়নি। চাপ প্রয়োগ করে আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। এ জয় তাদের কৃতিত্ব।’

Exit mobile version