- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ অক্টোবর ২০২২, ০৭:৫২
আজ রোববার বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের। যদিও শনিবারই বিশ্বকাপের আবরণে নিজেদের মুড়িয়ে নিয়েছে বাংলাদেশ। অন্য দলগুলোর মতো, ঢুকে গেছে বিশ্বকাপের বেড়াজালে। ইতোমধ্যেই বিশ্বকাপের ডামাডোলও বেজে উঠেছে। উদ্বোধনও হয়ে গেছে এবারের আসরের।
বিশ্বকাপে পা রাখার পর আনুষ্ঠানিক কোনো অনুশীলন করেনি বাংলাদেশ। ঐচ্ছিক অনুশীলনেই গতকাল ব্যস্ত ছিলেন ক্রিকেটাররা। তবে আজ ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে মাঠে নামবে বাংলাদেশ। আইসিসি নির্ধারিত প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
অবাক করা বিষয় হলো, বাংলাদেশের মতো কখনো অস্ট্রেলিয়াতে খেলা হয়নি আফগানিস্তানেরও। তবে রশিদ খান, মোহাম্মদ নবি, কাইস আহমাদ, মুজিবুর রহমানসহ একাধিক ক্রিকেটার নিয়মিত খেলে থাকেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে।
প্রস্তুতি ম্যাচ হলেও জয়-পরাজয়ে আত্মবিশ্বাস বাড়বে নিঃসন্দেহে। তবে ম্যাচ শুরু করবে বাংলাদেশ আত্মবিশ্বাসের তলানিতে থেকেই। আফগানদের বিপক্ষে ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ছয়টিতেই যে হেরেছে বাংলাদেশ। ফলে পরিসংখ্যানে বেশ এগিয়ে থেকেই মাঠে নামছে আফগানিস্তান।