Site icon The Bangladesh Chronicle

বাংলাদেশের বিপক্ষে জামালকেও সরালো পাকিস্তান

বাংলাদেশের বিপক্ষে জামালকেও সরালো পাকিস্তান 
চলতি মাসের ২১ তারিখ থেকে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। এই সিরিজের দল থেকে ডানহাতি পেসার আমের জামালকে সরিয়ে নিয়েছে পাকিস্তান দল। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবি জানিয়েছে, জামালকে লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ফিটনেস নিয়ে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। ফলে এ সিরিজে তাকে দেখা যাবে না। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে ওয়ারউইকশায়ারের হয়ে খেলার সময় পিঠের চোটে পড়েন এ ডানহাতি পেসার।

এর আগেই প্রথম টেস্টের দল থেকে এর আগেই ছেড়ে দেওয়া হয় লেগ স্পিনার আবরার আহমেদ ও টপ অর্ডার ব্যাটসম্যান কামরান গুলামকে। দুজনকেই ‘এ’ দলের সিরিজে পাঠিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানের দলে বোলিং আক্রমণে যারা আছেন তারা সকলেই পেসার।

আবরার ও কামরানকে সরিয়ে দেওয়ার পর প্রাথমিকভাবে ঘোষিত ১৭ জনের দল নেমে আসে ১৫ জনে। জামাল চলে যাওয়ার পর সেটি ১৪ জনে নেমে এল। যদিও বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে দলে ফেরার কথা আবরার ও কামরানের।

samakal
Exit mobile version