Site icon The Bangladesh Chronicle

বাংলাদেশের টিকে থাকার লড়াই

বাংলাদেশের টিকে থাকার লড়াই – ছবি : সংগৃহীত

অ্যান্টিগায় বেশ কঠিন অবস্থায় রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৫০। দু’ইনিংস মিলিয়ে এখনো তারা ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ১১২ রানে পিছিয়ে রয়েছে। এখন বাকি ব্যাটসম্যানরা কী করেন, তাই তার ওপর অনেক কিছুই নির্ভর করছে।

উল্লেখ্য, বাংলাদেশ প্রথম ইনিংসে ১০৩ রানে অল আউট হয়েছিল। শুক্রবার দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজ ২৬৫ রানে অল আউট হয়। দ্বিতীয় দিনের তৃতীয় ও শেষ সেশনের শেষ ঘণ্টায় নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভালো শুরু পেলেও ধরে রাখতে পারেননি টাইগাররা। তামিম ইকবালের পর ফিরে গেছেন মেহেদী হাসান মিরাজ। ওপেনার মাহমুদুল হাসান জয় ৬০ বলে ১৮ আর চারে নামা নাজমুল হোসেন শান্ত ২৩ বলে ৮ রান নিয়ে শনিবার তৃতীয় দিন শুরু করবেন।

প্রথম ইনিংসে বাংলাদেশ দলকে ১০৩ রানে গুটিয়ে দিতে ভূমিকা রেখেছিলেন স্বাগতিক পেসার আলজারি জোসেফ। ৩৩ রান দিয়ে ৩ উইকেট নিয়ে দলের পক্ষে সেরা বোলার ছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসেও জোসেফেই খেই হারালেন তামিম আর মিরাজ।

পেসারদের আগ্রাসী বোলিংয়ের সাথে মিরাজের ঘূর্ণিতে ২৬৫ রানে উইন্ডিজকে বেঁধে ফেলে আবার ব্যাট করতে নামে বাংলাদেশ দল। শুরুটা বেশ দেখেশুনেই করেন দুই ওপেনার তামিম আর জয়। তবে রান তোলার ক্ষেত্রে তামিমের যেন তাড়াহুড়া ছিল, শেষ পর্যন্ত কাল হলো সেটাই।

Exit mobile version